দেবীদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার দেবীদ্বারে একটি আবাসিক ফ্ল্যাট থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তাছলিমা আক্তার নামের ঐ নারী মুরাদনগর উপজেলার নোয়াগাঁও এলাকার মো. হোসেন মিয়ার মেয়ে।
গত বৃহস্পতিবার পৌরসভার গোমতী আবাসিক (বানিয়াপাড়া) এলাকার ‘পুষ্পকুঞ্জ’র ৪র্থ তলার এক ফ্ল্যাটবাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাছলিমার স্বামী মো. রবিউল ইসলাম এবং সুমন নামে তার এক সহযোগীকে আটক করা হয়েছে।
রবিউল দেবীদ্বার উপজেলার ওয়াহেদপুর এলাকার শাহ আলম মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সিএনজিচালক।
ঘটনার বিবরণে জানা যায়, চলতি মাসের ১৮ এপ্রিল স্বামী-স্ত্রীর পরিচয়ে দেবীদ্বারের ঐ বাড়ির ৪র্থ তলার একটি ফ্ল্যাট ভাড়া নেয় এ দম্পত্তি। ভাড়া নেওয়ার সময় এনআইডি কার্ড চাওয়ায় রবিউল পরে দিবে বলে। পরে ২০ এপ্রিল থেকে তাদের ফ্ল্যাটটি তালাবদ্ধ দেখতে পেয়ে বাড়ির মালিক শাহ জালাল পুলিশে খবর দেয়।
তাছলিমার ছোট ভাই সজিব জানান, প্রথমে মুরাদনগর উপজেলার থোল্লা গ্রামের সাগর নামে এক ব্যক্তির সঙ্গে তার বোনের বিয়ে হয়েছিল। পরে গত তিন বছর আগে রবিউলের সঙ্গে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। এ সংসারে ছয় মাসের একটি ছেলেসন্তান রয়েছে।