দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দেবীদ্বারে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের দু’সপ্তাহ অতিবাহিত হলেও ধর্ষকরা গ্রেফতার না হওয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানব বন্ধন করেছে স্থানীয়রা।
শুক্রবার সকাল ১০টায় বিহারমন্ডল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ, বিহারমন্ডল যুব ও সমাজ কল্যান সংগঠন, বিহারমন্ডল আদর্শ রূপাইয়া যুব ও সমাজ কল্যান সংগঠন সহ স্থানীয়দের উদ্যোগে উক্ত মানব বন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে।
প্রতিবাদ সভায় বিহারমন্ডল বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি অবসর প্রাপ্ত প্রবীন শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন’র সভাপতিত্বে এবং বিহারমন্ডল যুব ও সমাজ কল্যান সংগঠন’র উপদেষ্টা মোঃ সাব্বির আনোয়ার সরকার’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বিহারমনডল বালিকা উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক নবী নেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ি মোঃ শাহআলম খোকা, মোঃ হাবিবুর রহমান হবি, বিহারমন্ডল যুব ও সমাজ কল্যান সংগঠন’র সভাপতি মোঃ মামুনুর রশীদ, সহ-সভাপতি মোঃ আশিকুর রহমান রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমান রাসেল, মোঃ সাদ্দাম হোসেন, বিহারমন্ডল আদর্শ রূপাইয়া যুব ও সমাজ কল্যান সংগঠন’র কর্মকর্তা মোঃ সোহেল আহমেদ, মোঃ মোজাম্মেল হক, মোহনপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ সোলেমান, ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ আবুল কাসেম, শিক্ষার্থী রাজিয়া বেগম প্রমূখ। এ সময় সংহতি প্রকাশ করে মানব বন্ধনে অংশ নেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর মানবাধিকার সংগঠক তামান্না আক্তার।
উল্লেখ্য ওই ঘটনায় ভিক্টিমকে বাদী করে গত ১৫ জুলাই দেবীদ্বার থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধনী/০৩)’র ৯(৩)/৩০ তৎসহ ৩২৩ দন্ড বিধিতে মামলা দায়ের করানো হয়। মামলা নং- ১১, তারিখ- ১৫/০৭/২০১৭ইং)। মামলার আসামীর হল,- বিহারমন্ডল দক্ষিণপাড়া খাঁ বাড়ির গোলাপ খাঁ’র ছেলে মোঃ সুমন(২৫), বিহারমন্ডল দক্ষিণ পাড়ার বৈদ্যার বাড়ির মৃত: হাজী নূরুল ইসলাম’র পুত্র দুলাল(৪০), একই বাড়ির ওহাব আলীর পুত্র আনু মিয়া(৩৫), এবং অজ্ঞাতনামা আরো একজন সহ ৪জনকে অভিযুক্ত করা হয়।