দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কুমিল্লার দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোররাতে উপজেলার চরবাকর এলাকার চরবাকর বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের হাসান চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিষ্ণপুর গ্রামের মো. তছলিম চৌধুরীর ছেলে।
যাত্রীরা জানান, ভোররাতে একটি মাইক্রোবাস (নম্বর চট্ট মেট্রো- চ-১১-৩৯৭৪) ১২ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফিরছিল। পথে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার চরবাকর বাসস্ট্যান্ডের অদূরে সড়কের ভাঙা অংশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের গাছে ধাক্কা লাগলে মাইক্রেবাসের সব যাত্রী আহত হন।
এদিকে, ঘটনার পরপরই দেবীদ্বার থানার ওসির নেতৃত্বে রাত্রিকালীন টহলরত পুলিশের একটি দল যাওয়ার পথে আহতদের উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করে মারাত্মক আহত সাতজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সকালে সেখান চিকিৎসাধীন অবস্থায় জুবায়ের হাসান চৌধুরী (১৮) নামের এক যাত্রী মারা যান।
আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিষ্ণপুর গ্রামের গোলাম কিবরিয়া (২৬), গোলাম নবীর ছেলে মেহেদী হাসান (২৫), মোখলেসুর রহমানের ছেলে আল-আমিন (২০), কুমিল্লার দেবীদ্বার উপজেলার উপজেলার ভবানীপুর গ্রামের জামসেদের ছেলে মামুন (২০), ভিংলাবাড়ী গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মিজানুর রহমান (৫০), ব্রাহ্মণপাড়া উপজেলার মীরপুর গ্রামের মানিক মিয়ার ছেলে জিলানীসহ (২০) ছয়জন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন।