মো: মোশাররফ হোসেন মনিরঃ
সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। এজন্য প্রতি ছয় মাসে দেশে ১২ হাজার গৃহহীনদের বাড়ি ঘর নির্মাণ করে দেবে সরকার। আগামী পাচঁ বছরে দেশের একটি পরিবারও গৃহহীন থাকবেনা বলে মন্তব্য করে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
শনিবার সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২২ টি ইউনিয়নে নির্মিত ৩৭৬টি ঘর উপকারভোগীদের কাছে ঘরের “নাম ফলক”, ৭৯টি হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩৬টি পরিবারের মাঝে চেক বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
এমপি ইউসুফ হারুন আরো বলেন, এ উপজেলায় কেউ যাতে গৃহহীন না থাকে তার ব্যবস্থা করা হবে। প্রতিটি গ্রামের ভূমিহীনরা আশ্রয় পাবে, গৃহ পাবে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল স্বাধীন বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন আমরা সে ব্যবস্থা করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়মের সভাপতিত্বে ও বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু ও কুমিল্লা উত্তর জেলা আওয়া মীলীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমীন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই খান, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, ব্যাটেনারী সার্জন মাসুদ আলম, কুড়াখাল-কুড়–ন্ডি মাদ্রাসার সুপার মাও: জসিম উদ্দিন, পাহাড়পুর ইউপি সচিব চন্দন কুমার দাস, উপকারভোগীদের মধ্যে আছমা বেগম, সবুজ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আঃ লতিফ সরকার, বাবুল আহম্মেদ মোল্লা, রুুহুল আমীন, কাইউম ভূইয়া, এ,কে,এম সফিকুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, নজরুল ইসলাম, আবুল হাসেশ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, পল্লী সঞ্চয় ব্যাকের ব্যবস্থাপক আফজাল আহম্মেদ সবুজ প্রমূখ।