জাতীয় ডেস্কঃ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকারের আমলে গুম, খুন, ধর্ষণ আর লুটপাটের উন্নয়ন হয়েছে। বিএনপির অনেক নেতাকর্মী গুম-খুন হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে। দেশে আজ গণতন্ত্র নেই।
শনিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে সদর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সদর উপজেলা বিএনপির সভাপতি তসিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অথিতির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক এমপি হারুনুর রশীদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, এই সরকারের আমলে গুম, খুন, ধর্ষণ আর লুটপাটের উন্নয়ন হয়েছে। বিএনপির অনেক নেতাকর্মী গুম-খুন হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে। দেশে আজ গণতন্ত্র নেই, কোন কিছু স্বাধীনতা নেই।
তিনি আগামীতে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদের নেতৃত্বে দলের পক্ষে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।
এদিকে জেলা বিএনপি ছাড়াই সদর উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সম্মেলন আহ্বান করায় একই স্থানে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে জেলা বিএনপি। শনিবার শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ওই কমিউনিটি সেন্টারে সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় জেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম টিপুর নেতুত্বে পার্শ্ববর্তী অক্ট্রয় মোড়ে বিএনপি ও যুবদল এবং ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা সমবেত হন। পরে বেলা ১১ টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সম্মেলন স্থলে যাওয়ার পথে সম্মেলনে অংশ নেয়া নেতা-কর্মীরা বাধা দেন। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।