তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনার বিএনপির নেতা স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী এম,কে আনোয়ার বলেছেন দেশে আজ গনতন্ত্র বিপন্ন বর্তমানে দেশ পুলিশী রাষ্টে পরিনত হয়েছে। দেশ ও গনতন্ত্রের সার্থে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নাই। সকল ভেদাভেদ ভুলে সকল কে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।
তিনি শনিবার কুমিল্লার হোমনাস্থ নিজ বাস ভবনে নেতা কুমীদের উদ্দ্যেশে তিনি এ কাথা বলেন।
তিনি দীর্ঘদিন অসুস্থতা থাকায় চিকিৎশা শেষ তার নির্বাচী এলাকায় আসলে বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক নেতাকমী তাকে ফুলের শুভেচ্ছা জানান।