ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মে ফিরেছেন সানি লিয়ন

ধর্ম ও জীবন ডেস্কঃ
ঈশ্বরে বিশ্বাস করতেন না বলিউড তারকা সানি লিয়ন। তবে, দত্তক মেয়ের কারণে এবার বিশ্বাসে ফিরলেন তিনি। সম্প্রতি এমনটিই জানালেন সাবেক এ পর্ন তারকা।
এ মুহূর্তে ভারতে জমে উঠেছে গণেশ পূজা। জমকালো ভাবে তা পালন করছেন বলিউড তারকারা। বাদ যাননি সানি লিয়নও। মহা ধুমধামে নিজের বাড়িতে আয়োজন করেন পূজার। আর এ গণেশ পূজাই ধর্মে ধর্মে ফেরালো সানি লিয়নকে।
সানি বলেন, ‘আমি এখন ঈশ্বরে বিশ্বাস করি। আর এ বিশ্বাস তৈরি হয়েছে আমার মেয়ে নিশার কারনে।’
তিনি আরও বলেন, পূজার আচার-নিয়ম আমি কিছুই জানি না, কিন্তু মুম্বাইতে আমাদের বাড়িতে গণেশ পূজা হল। নিশা আমাদের মাথায় তিলক লাগিয়ে দিল। সত্যি কথা, নিশা আমার জীবনে আসার পর আমি ঈশ্বরে বিশ্বাস করতে শুরু করি। ও আসার পর মনে হয়েছিল ঈশ্বরের আশীর্বাদের হাত আমাদের মাথায়।
উল্লেখ্য, বিয়ের ছয় বছর পর ২০১৭ সালের ২১ জুলাই নিশাকে দত্তক নিয়েছিলেন সানি-ড্যানিয়েল দম্পতি। ভারতের মহারাষ্ট্রের লাতুর এলাকার শিশু দত্তক সংস্থা থেকে ২১ মাসের নিশাকে দত্তক নেন তারা।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর

ধর্মে ফিরেছেন সানি লিয়ন

আপডেট সময় ০৩:০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
ধর্ম ও জীবন ডেস্কঃ
ঈশ্বরে বিশ্বাস করতেন না বলিউড তারকা সানি লিয়ন। তবে, দত্তক মেয়ের কারণে এবার বিশ্বাসে ফিরলেন তিনি। সম্প্রতি এমনটিই জানালেন সাবেক এ পর্ন তারকা।
এ মুহূর্তে ভারতে জমে উঠেছে গণেশ পূজা। জমকালো ভাবে তা পালন করছেন বলিউড তারকারা। বাদ যাননি সানি লিয়নও। মহা ধুমধামে নিজের বাড়িতে আয়োজন করেন পূজার। আর এ গণেশ পূজাই ধর্মে ধর্মে ফেরালো সানি লিয়নকে।
সানি বলেন, ‘আমি এখন ঈশ্বরে বিশ্বাস করি। আর এ বিশ্বাস তৈরি হয়েছে আমার মেয়ে নিশার কারনে।’
তিনি আরও বলেন, পূজার আচার-নিয়ম আমি কিছুই জানি না, কিন্তু মুম্বাইতে আমাদের বাড়িতে গণেশ পূজা হল। নিশা আমাদের মাথায় তিলক লাগিয়ে দিল। সত্যি কথা, নিশা আমার জীবনে আসার পর আমি ঈশ্বরে বিশ্বাস করতে শুরু করি। ও আসার পর মনে হয়েছিল ঈশ্বরের আশীর্বাদের হাত আমাদের মাথায়।
উল্লেখ্য, বিয়ের ছয় বছর পর ২০১৭ সালের ২১ জুলাই নিশাকে দত্তক নিয়েছিলেন সানি-ড্যানিয়েল দম্পতি। ভারতের মহারাষ্ট্রের লাতুর এলাকার শিশু দত্তক সংস্থা থেকে ২১ মাসের নিশাকে দত্তক নেন তারা।