ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘ধর্ম না বদলে হজে যাব’, নুসরাতকে লক্ষ করে বললেন মুকুল রায়

বিনোদন ডেস্কঃ

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুকুল রায় বলেন, নুসরাতকে নিয়ে গিয়ে রথের দড়ি টানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারও ধর্মকে আঘাত করতে চাই না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার একটা প্রশ্ন আছে। মুকুল রায়ের সেই প্রশ্নটি হলো, ‘আমি আমার ধর্মীয় অবস্থানকে না পাল্টে হজে যেতে চাই। মুখ্যমন্ত্রী ব্যবস্থা করুন।’

অর্থাৎ তিনি হিন্দু ধর্মের অনুসারী হয়ে হজ করতে মক্কা যেতে চান, সেটা সম্ভব কি না জিজ্ঞেস করেছেন তিনি। বস্তুত জবাবটা তার ভালোই জানা। তবে তিনি বোঝাতে চাইছেন, মুসলমান ঘরের মেয়ে হয়ে হিন্দু ধর্মীয় রীতিনীতি কিভাবে মানছেন নুসরাত। এক ধর্মের অনুসারী হয়ে অন্য ধর্মের রীতিনীতি পালন করা অনুচিত ও অগ্রহণীয় বিষয়টাই জানান মুকুল রায়। বলতে গেলে দেববন্দি ইমামের মতকে অন্যভাগে প্রকাশ করলেন মুকুল রায়।

বৃহস্পতিবার ইস্কনের রথে আমন্ত্রিত ছিলেন নুসরাত। মঙ্গলসূত্র, সিঁদুর ও চূড়া পরে একেবারে নববধূর সাজে এসেছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। রথযাত্রার আগে নারকেল ফাটানো থেকে আম্রপল্লব দিয়ে চন্দনের জল ছেঁটানোর আচারও পালন করেন নুসরাত।

তার ধর্মীয় অবস্থান সম্পর্কে নুসরাত স্পষ্ট করেছেন। ফতোয়া প্রসঙ্গে এদিন নুসরাত বলেন, ‘এই ধরনের ভিত্তিহীন বিষয়ে মাথা ঘামাতে চাই না। আমার ধর্ম জানি। জন্ম থেকে আমি মুসলিম। এখনও তাই। এটা বিশ্বাসের ব্যাপার। হৃদয় দিয়ে অনুভব করতে হবে। মাথা খাটালে চলবে না।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

‘ধর্ম না বদলে হজে যাব’, নুসরাতকে লক্ষ করে বললেন মুকুল রায়

আপডেট সময় ০৪:৩৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯
বিনোদন ডেস্কঃ

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুকুল রায় বলেন, নুসরাতকে নিয়ে গিয়ে রথের দড়ি টানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারও ধর্মকে আঘাত করতে চাই না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার একটা প্রশ্ন আছে। মুকুল রায়ের সেই প্রশ্নটি হলো, ‘আমি আমার ধর্মীয় অবস্থানকে না পাল্টে হজে যেতে চাই। মুখ্যমন্ত্রী ব্যবস্থা করুন।’

অর্থাৎ তিনি হিন্দু ধর্মের অনুসারী হয়ে হজ করতে মক্কা যেতে চান, সেটা সম্ভব কি না জিজ্ঞেস করেছেন তিনি। বস্তুত জবাবটা তার ভালোই জানা। তবে তিনি বোঝাতে চাইছেন, মুসলমান ঘরের মেয়ে হয়ে হিন্দু ধর্মীয় রীতিনীতি কিভাবে মানছেন নুসরাত। এক ধর্মের অনুসারী হয়ে অন্য ধর্মের রীতিনীতি পালন করা অনুচিত ও অগ্রহণীয় বিষয়টাই জানান মুকুল রায়। বলতে গেলে দেববন্দি ইমামের মতকে অন্যভাগে প্রকাশ করলেন মুকুল রায়।

বৃহস্পতিবার ইস্কনের রথে আমন্ত্রিত ছিলেন নুসরাত। মঙ্গলসূত্র, সিঁদুর ও চূড়া পরে একেবারে নববধূর সাজে এসেছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। রথযাত্রার আগে নারকেল ফাটানো থেকে আম্রপল্লব দিয়ে চন্দনের জল ছেঁটানোর আচারও পালন করেন নুসরাত।

তার ধর্মীয় অবস্থান সম্পর্কে নুসরাত স্পষ্ট করেছেন। ফতোয়া প্রসঙ্গে এদিন নুসরাত বলেন, ‘এই ধরনের ভিত্তিহীন বিষয়ে মাথা ঘামাতে চাই না। আমার ধর্ম জানি। জন্ম থেকে আমি মুসলিম। এখনও তাই। এটা বিশ্বাসের ব্যাপার। হৃদয় দিয়ে অনুভব করতে হবে। মাথা খাটালে চলবে না।’