খেলাধূলা ডেস্কঃ
ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলির মুখোমুখি লড়াইয়ে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আজ শনিবার রাত সাড়ে ৮টায় চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরু।
উদ্বোধনী দিনে একটি ম্যাচই রয়েছে। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে রবিবার বিকাল সাড়ে ৪টায় কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দারাবাদ। অপরদিকে রাত সাড়ে ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস।
আইপিএলের এটি দ্বাদশ আসর। চলতি আসরে ৮টি দল অংশ নিচ্ছে। আগের ১১টি আসরের সর্বোচ্চ তিনটি করে শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। এছাড়া কলকাতা নাইট রাইডার্স দুটি এবং হায়দারাবাদের দুটি টিম দু’বার চ্যাম্পিয়ন হয়। একবার করে শিরোপা ঘরে তোলে রাজস্থান রয়্যালস। সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয় চেন্নাই।