বিনোদন ডেস্ক:
বলিউড গ্ল্যামারের ঘোড়দৌড়ে না ঢুকে মাটির কাছাকাছি থাকতেই পছন্দ করেন বলিউডের জনপ্রিয় অভিনেতার নওয়াজউদ্দিন সিদ্দিকি। তার বিরুদ্ধেই কি-না যৌন হেনস্তার অভিযোগ। তার সাবেক প্রেমিকা নীহারিকা সিং যৌন হেনস্তার অভিযোগ আনেন, এক সকালে ‘মান্টো’ অভিনেতাকে তিনি নাশতার দাওয়াত দেন এবং সেসময় নওয়াজ তাকে জড়িয়ে ধরেন। নীহিরিকা আরো অভিযোগ করেন, তার সঙ্গে ফের যৌন সম্পর্কে জড়ানোর চেষ্টা করেন।
এই খবরে পুরো বলিউড অবাক হয়েছে। তবে নওয়াজউদ্দিন সিদ্দিকির পাশে দাঁড়িয়েছে বলিউড অভিনেত্রী কুবরা সৈত। কুবরা বলেছেন, সম্পর্ক তিক্ত হলেই মি টু অভিযোগ আনা যায় না। কুবরা বলেন, ‘সম্পর্কের তিক্ততা মি টু হতে পারে না। অভিযোগ তোলার সময় এর পার্থক্য বুঝতে হবে। মানুষ হিসেবে আমি নওয়াজউদ্দিন সিদ্দিকির পাশে দাঁড়ালাম।’