ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন সাজে আমির খান

বিনোদন ডেস্কঃ
আমির খান প্রোডাকশনসের ছবি মানেই বাড়তি আগ্রহ আর উত্তেজনা। কেন না, সারা বছরে গুটিকয় প্রোডাকশন হয় তাঁর। কো‌নও বছরে মাত্র একটা।
দঙ্গল-এর পরেই এই ছবির কাজে হাত দিয়েছিলেন আমির খান ও কিরণ রাও। ছবির নাম ‘সিক্রেট সুপারস্টার’। দঙ্গল ছবির সেই জায়রা ওয়াসিম, এবার দুই বিনুনি দুলিয়ে স্কুলগার্ল! বুধবার মুক্তি পাচ্ছে ‘সিক্রেট সুপারস্টার’ ছবির ট্রেলার।
তারই অন্তরে প্রজাপতির মতো ওড়াউড়ি করে স্বপ্নরা। তার গান যেন শুনতে পায় সারা পৃথিবী। কিন্তু বাবা নৃশংসভাবে গিটারের তার কেটে দেয়। তবু সে ছুটে চলে স্বপ্নের পেছনে। বাধার পাহাড় পেরিয়ে জয়ী হয় তার কণ্ঠ।
আমির খানের অ্যাপিয়ারেন্স চমকে দেবে। এ কী চেহারা হয়েছে তাঁর! কিন্তু এটা তো ঠিক যে, আমির আর চমক আসলে একই মুদ্রার দুই পিঠ। আমির খান থাকবেন, চমক থাকবে না, এমনটা তো হয় না!
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নতুন সাজে আমির খান

আপডেট সময় ০৩:২৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭
বিনোদন ডেস্কঃ
আমির খান প্রোডাকশনসের ছবি মানেই বাড়তি আগ্রহ আর উত্তেজনা। কেন না, সারা বছরে গুটিকয় প্রোডাকশন হয় তাঁর। কো‌নও বছরে মাত্র একটা।
দঙ্গল-এর পরেই এই ছবির কাজে হাত দিয়েছিলেন আমির খান ও কিরণ রাও। ছবির নাম ‘সিক্রেট সুপারস্টার’। দঙ্গল ছবির সেই জায়রা ওয়াসিম, এবার দুই বিনুনি দুলিয়ে স্কুলগার্ল! বুধবার মুক্তি পাচ্ছে ‘সিক্রেট সুপারস্টার’ ছবির ট্রেলার।
তারই অন্তরে প্রজাপতির মতো ওড়াউড়ি করে স্বপ্নরা। তার গান যেন শুনতে পায় সারা পৃথিবী। কিন্তু বাবা নৃশংসভাবে গিটারের তার কেটে দেয়। তবু সে ছুটে চলে স্বপ্নের পেছনে। বাধার পাহাড় পেরিয়ে জয়ী হয় তার কণ্ঠ।
আমির খানের অ্যাপিয়ারেন্স চমকে দেবে। এ কী চেহারা হয়েছে তাঁর! কিন্তু এটা তো ঠিক যে, আমির আর চমক আসলে একই মুদ্রার দুই পিঠ। আমির খান থাকবেন, চমক থাকবে না, এমনটা তো হয় না!