ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নববর্ষে আসছে কিউ-ফোর ব্যান্ডের নতুন গান

বিনোদন ডেস্কঃ

রাত পোহালেই নতুন সূর্য উঁকি দেবে আকাশে। বর্ষ শুরুর আনন্দ আয়োজন, ভোরের বটমূল, বসন্তের বাতাস, লাল পাড়ের শাড়ি, আলপনা আঁকা আর ঢোলের শব্দ- এগুলো কি তুলে রাখা যায় বাঙালির জীবনবোধ থেকে?

গত বছর আইয়ুব বাচ্চু স্মরণে একটি চ্যারিটি কনসার্ট-এ অংশগ্রহণ করে দেশের দুঃস্থ মানুষদের সাহায্য করেছে কিউ-ফোর ব্যান্ড। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে বেশ দাপুটে পরিচয় ব্যান্ডটির। কিউ-ফোর বাংলাদেশের প্রথম দুই সদস্যের ব্যান্ড। মিটুল আর ঝাণ্ডা নব্বই দশকে দেশে বিভিন্ন ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে পাড়ি জমান আমেরিকাতে। দূরত্ব দেশের প্রতি মমত্ববোধকে একটুও কমতে দেয়নি তাঁদের। এভাবেই দেশ, মাটি আর ভাষার চর্চায় তাঁরা বাঁচিয়ে রেখেছেন তৃতীয় প্রজন্মের বাংলাদেশিদের।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নববর্ষে আসছে কিউ-ফোর ব্যান্ডের নতুন গান

আপডেট সময় ০৬:০০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
বিনোদন ডেস্কঃ

রাত পোহালেই নতুন সূর্য উঁকি দেবে আকাশে। বর্ষ শুরুর আনন্দ আয়োজন, ভোরের বটমূল, বসন্তের বাতাস, লাল পাড়ের শাড়ি, আলপনা আঁকা আর ঢোলের শব্দ- এগুলো কি তুলে রাখা যায় বাঙালির জীবনবোধ থেকে?

গত বছর আইয়ুব বাচ্চু স্মরণে একটি চ্যারিটি কনসার্ট-এ অংশগ্রহণ করে দেশের দুঃস্থ মানুষদের সাহায্য করেছে কিউ-ফোর ব্যান্ড। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে বেশ দাপুটে পরিচয় ব্যান্ডটির। কিউ-ফোর বাংলাদেশের প্রথম দুই সদস্যের ব্যান্ড। মিটুল আর ঝাণ্ডা নব্বই দশকে দেশে বিভিন্ন ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে পাড়ি জমান আমেরিকাতে। দূরত্ব দেশের প্রতি মমত্ববোধকে একটুও কমতে দেয়নি তাঁদের। এভাবেই দেশ, মাটি আর ভাষার চর্চায় তাঁরা বাঁচিয়ে রেখেছেন তৃতীয় প্রজন্মের বাংলাদেশিদের।