জাতীয় ডেস্কঃ
পরমাণু বিদ্যুৎ সংক্রান্ত একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ বলেছেন, বিভিন্ন নবায়নযোগ্য উৎসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন খরচের চেয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন খরচ কম হয়। রাশিয়ার রাষ্ট্রীয় নিউক্লিয়ার এনার্জী কর্পোরেশন ”রোশাটম” এর ফার্স্ট ডেপুটি সিইও কিরিল কোমারভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, পারমানবিক বিদ্যুতের দীর্ঘ মেয়াদি অর্থনৈতিক সুফল রয়েছে। আজ মঙ্গলবার প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়।
তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন খরচ অনেক কম। নবায়নযোগ উৎস থেকে বিদ্যুৎ পেতে অনেক বেশি খরচের প্রয়োজন।
কোমারভ বলেন, নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন এবং এই বিদ্যুৎ জাতীয় গ্রীডের মাধ্যমে সঞ্চালনের খরচ অনেক বেশি হয়। নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের অতিরিক্ত খরচের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনের খরচ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের খরচের দ্বিগুণ এবং সোলার বিদ্যুৎ উৎপাদন খরচের তিনগুণ বেশি হয়।
তিনি রোশাটমের অভিজ্ঞতা বিনিময় করে বলেন, তার দেশ পারমাণবিক বিদ্যুৎ খাতে বিনিয়োগ করে নবায়নযোগ্য জ্বালানী খাতে বিনিয়োগের চেয়ে বেশি লভাংশ পাচ্ছে। নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ প্রযুক্তি নিরাপত্তার নতুন মাত্রায় পৌছেছে। পারমানবিক বিদ্যুৎ প্রকল্প চালু হওয়ার পর কমপক্ষে ৬০ বছর নিরাপদে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
তিনি কাবর্ন নিঃসরণ হ্রাসের জন্য পারমাণবিক বিদ্যুতের ওপর অধিক গুরুত্ব দেন। বাসস।