ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় নৌকাডুবি, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্কঃ

নাইজেরিয়ার কানো রাজ্যের বাগওয়াই নদীতে একটি অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকা ডুবে কমপক্ষে ২৯ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশের বয়স আট থেকে ১৫ বছর। স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তারা বলেছেন, অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি উল্টে গেলে অধিকাংশ যাত্রী পানিতে ডুবে মারা যায়। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

নাইজেরিয়ার কানো রাজ্যের ফায়ার সার্ভিসের মুখপাত্র সামিনু আবদুল্লাহি বলেন, মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। আমরা ২৯টি লাশ পেয়েছি। এছাড়া আরো সাত যাত্রীকে উদ্ধার করেছি। এছাড়া আরো ১৩ ব্যক্তি নিখোঁজ আছে। সামিনু আবদুল্লাহির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এমন তথ্য প্রকাশ করেছে।

সামিনু আবদুল্লাহি আরো বলেন, এ নৌকাটিতে ১২ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জায়গা হয়। ক্ন্তিু, নৌকার কর্মচারীরা অনেকগুলো শিশুকে এ নৌকায় তুলেছিল।

এসব শিশুরা নাইজেরিয়ার কানো রাজ্যের বাদাউ গ্রামের বাসিন্দা। তারা বাগওয়াই নামের শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার জন্য নদী পার হচ্ছিল। মূলত, বাগওয়াই নদীর নাম অনুসারেই ওই শহরের নামও বাগওয়াই। আর বাগওয়াই নদীতে এর আগেও অনেকবার এমন নৌকাডুবির ঘটনা ঘটেছে।

সূত্র : আল-জাজিরা

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে রচনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

নাইজেরিয়ায় নৌকাডুবি, নিহত ২৯

আপডেট সময় ০১:২৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ

নাইজেরিয়ার কানো রাজ্যের বাগওয়াই নদীতে একটি অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকা ডুবে কমপক্ষে ২৯ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশের বয়স আট থেকে ১৫ বছর। স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তারা বলেছেন, অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি উল্টে গেলে অধিকাংশ যাত্রী পানিতে ডুবে মারা যায়। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

নাইজেরিয়ার কানো রাজ্যের ফায়ার সার্ভিসের মুখপাত্র সামিনু আবদুল্লাহি বলেন, মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। আমরা ২৯টি লাশ পেয়েছি। এছাড়া আরো সাত যাত্রীকে উদ্ধার করেছি। এছাড়া আরো ১৩ ব্যক্তি নিখোঁজ আছে। সামিনু আবদুল্লাহির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এমন তথ্য প্রকাশ করেছে।

সামিনু আবদুল্লাহি আরো বলেন, এ নৌকাটিতে ১২ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জায়গা হয়। ক্ন্তিু, নৌকার কর্মচারীরা অনেকগুলো শিশুকে এ নৌকায় তুলেছিল।

এসব শিশুরা নাইজেরিয়ার কানো রাজ্যের বাদাউ গ্রামের বাসিন্দা। তারা বাগওয়াই নামের শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার জন্য নদী পার হচ্ছিল। মূলত, বাগওয়াই নদীর নাম অনুসারেই ওই শহরের নামও বাগওয়াই। আর বাগওয়াই নদীতে এর আগেও অনেকবার এমন নৌকাডুবির ঘটনা ঘটেছে।

সূত্র : আল-জাজিরা