আন্তর্জাতিক ডেস্কঃ
নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন অন্তত ৪৩ জন। আহত আরও অনেকেই। তাদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
প্রতিবেদনে জানানো হয়, রবিবার (১৭ অক্টোবর) সোকোতো নামে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমের রাজ্যের একটি গ্রামের বাজারে আচমকা হামলা চালায় প্রায় ২০০ বন্দুকধারী। মোটরসাইকেল ও গাড়িতে এসে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে তারা। সেসময় বাজারে প্রচুর লোক উপস্থিত ছিলেন। ফলে অনেকেই ঘটনাস্থলে নিহত হন। গুরুতরভাবে আহত হয়েছে আরও অনেকে।
এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলে এক বছর ধরে বন্দুকধারীরা অনেক মানুষকে হত্যা করছে। মুক্তিপণ আদায় করতে শত শত মানুষকে অপহরণ করছে তারা। বিভিন্ন জায়গায় যোগাযোগসেবা বিচ্ছিন্ন করে, সেনা অভিযান চালিয়ে এবং পুলিশ উপস্থিতি বাড়িয়ে এ নিরাপত্তার সংকট মোকাবিলার চেষ্টা করছে দেশটির সরকার।