ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নারী ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়ছে উত্তাপ

খেলাধূলা ডেস্কঃ 

শ্রীলঙ্কায় শুরু হয়েছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। লিগ পর্বে আসছে রোববার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে ম্যাচ শুরুর আগেই দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের প্রতিফলন দেখা দিয়েছে ক্রিকেট মাঠে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নারী দলকে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক না করার নির্দেশ দিয়েছে। দলের সদস্যদের বিমানে ওঠার আগেই এ নির্দেশনা দেওয়া হয়। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়রা এ সিদ্ধান্তে সমর্থন পাবে।

এর আগে সদ্য সমাপ্ত পুরুষদের এশিয়া কাপে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি দলের সঙ্গে হ্যান্ডশেক করেনি। এমনকি ফাইনালে জয়ী হওয়ার পরও ভারতীয় দল পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেয়নি। পরবর্তীতে নাকভি ট্রফি নিয়ে হোটেলে ফিরে যান, যা এখনো ভারতীয় দলের হাতে পৌঁছায়নি।

আগামী রোববারের ম্যাচকে কেন্দ্র করে তাই শুধু মাঠের লড়াই নয়, রাজনৈতিক উত্তাপও ছড়িয়ে পড়ছে ভারত-পাকিস্তান ক্রিকেটে।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু বাংলাদেশের

নারী ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়ছে উত্তাপ

আপডেট সময় ১১:৪৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

খেলাধূলা ডেস্কঃ 

শ্রীলঙ্কায় শুরু হয়েছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। লিগ পর্বে আসছে রোববার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে ম্যাচ শুরুর আগেই দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের প্রতিফলন দেখা দিয়েছে ক্রিকেট মাঠে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নারী দলকে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক না করার নির্দেশ দিয়েছে। দলের সদস্যদের বিমানে ওঠার আগেই এ নির্দেশনা দেওয়া হয়। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়রা এ সিদ্ধান্তে সমর্থন পাবে।

এর আগে সদ্য সমাপ্ত পুরুষদের এশিয়া কাপে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি দলের সঙ্গে হ্যান্ডশেক করেনি। এমনকি ফাইনালে জয়ী হওয়ার পরও ভারতীয় দল পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেয়নি। পরবর্তীতে নাকভি ট্রফি নিয়ে হোটেলে ফিরে যান, যা এখনো ভারতীয় দলের হাতে পৌঁছায়নি।

আগামী রোববারের ম্যাচকে কেন্দ্র করে তাই শুধু মাঠের লড়াই নয়, রাজনৈতিক উত্তাপও ছড়িয়ে পড়ছে ভারত-পাকিস্তান ক্রিকেটে।