জাতীয় ডেস্কঃ
রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা নাশকতার মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের ডিভিশন বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
হাতিরঝিল ও খিলগাঁও থানায় করা দুই মামলায় তারা হাইকোর্টে জামিন চান। শুনানি শেষে আদালত অভিযোগপত্র দাখিল না করা পর্যন্ত তাদের জামিন দেন।