এম কে আই জাবেদ :
কুমিল্লা জেলার আমেরিকা প্রবাসিদের সংগঠন ‘কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’ নব-গঠিত কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ নভেম্বর নিউইয়র্ক সিটির কুইন্সের বিখ্যাত গুলশান ট্যারেজ সেন্টারের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে
বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি মো: মোমেনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী ও বর্তমান সাধারণ সম্পাদক খালেদুর রহমান সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ডাঃ খন্দকার মাসুদ রহমান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি, আওয়ামী লীগ নেতা কাজী তোফায়েল ইসলাম, মহিউদ্দীন দেওয়ান, কাজী এনামুল হক, প্রফেসর নোয়াব মিয়া, রবিউল ইসলাম , কুমিল্লা জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন সরকার ও যুবলীগ নেতা শেখ জামাল হোসেন প্রমূখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম, হাজী খবির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মনিরুল আলম দিপু, তাসলিমা পাটোয়ারী, হাসান কবির সুমন, আব্দুল মতিন, হাবিব উল্লাহ, কাউছার আলম, শাহিন ইসলাম, সাইদুল ইসলাম রিয়াদ প্রমূখ। অনুষ্ঠান শুরুতে কুমিল্লার ইতিহাস-ঐতিহ্য ও কৃতী ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনি নিয়ে স্বাগত বক্তব্য রাখেন জেলার মুরাদনগর উপজেলার সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল রেজা স্বপন ।
কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ২০১৯-২০ইং নতুন কমিটির সভাপতি বীর মুক্তিযাদ্ধা ডা: আলী আহমেদ এবং আ স ম খালেদুর রহমান সবুজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অনুষ্ঠানের শেষাংশে আবদুল্লাহ আল রেজা স্বপনের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় । এতে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের কিংবদন্তী ব্যান্ড শিল্পী খালিদ ( চাইম), চ্যানেল আই সেরা কন্ঠের কৃষ্ণা তিথি, নিউইয়র্কের জনপ্রিয় বাঙ্গালী শিল্পী ইফফাত সুমি ,মনিকা দাস, আমান, বিজান প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সামিয়া।
কুমিল্লার বিভিন্ন উপজেলার প্রবাসি বাংলাদেশীসহ অন্যান্য স্ট্রেটের প্রবাসিরা মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বলে জানিয়েছেন আবদুল্লাহ আল রেজা স্বপন।