বিনোদন ডেস্কঃ
সিঙ্গাপুরের মাদাম তুসো মিউজিয়ামে শাহিদ কাপুরের প্রথম মোমের মূর্তি আবরণ উন্মোচিত হলো। সেই মোমের মূর্তির সঙ্গে পোজ দিয়ে দাঁড়িয়ে ছবি তুলে তা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন অভিনেতা বৃহস্পতিবার সকালে। মূর্তিতে শাহিদকে স্যুটেড লুকে দেখা গিয়েছে। মূর্তির পরনে একটি চেক ব্লেজার এবং কালো প্যান্ট। গলায় রয়েছে বো টাই।
শাহিদের ফ্যানেরাও মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। অনেকেই লিখেছেন সত্যি মূর্তিটি একেবারে শাহিদের অনুকরণ। কেউ কেউ লিখেছেন বোঝা যাচ্ছে না কোনটা আসল শাহিদ কাপুর। এক ভক্ত লিখেছেন বিশ্বের সব থেকে হ্যান্ডসাম পুরুষের আবার জমজ রয়েছে!
মাসখানেক আগে সিঙ্গাপুরের মাদাম তুসো মিউজিয়ামে করন জোহরের মোমের মূর্তির আবরণ উন্মোচিত হয়েছে। মাদাম তুসোয় তার মূর্তিই ছিল প্রথম কোন ভারতীয় চিত্র নির্মাতার মূর্তি। তিনি একটি অঞ্চলেরও উদ্বোধন করেন যেখানে শুধুমাত্র ভারতীয় সিনেমার সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদেরই মূর্তি থাকবে। শাহিদ কাপুরের মূর্তি সেই তালিকাতেই নব সংযোজন বলে মনে করা হচ্ছে।
অনুষ্কা শর্মা এবং মহেশ বাবুর মূর্তি ইতিমধ্যেই সেখানে রয়েছে। লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, শাহরুখ খান, সলমান খান, সচিন তেন্ডুলকার এবং ঐশ্বর্য রাই বচ্চনের মোমের মূর্তি রয়েছে।