বিনোদন ডেস্কঃ
৪৪ বছর বয়স। এই বয়সেই তারুণ্য ধরে রেখেছেন ভিক্টোরিয়া বেকহাম। তার সৌন্দর্য দেখে অনেকে মুগ্ধ। এবার সেই সৌন্দর্যের রহস্য উন্মোচন করলেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ভিক্টোরিয়া জানান, তার রক্ত থেকেই তৈরি করা হয়েছে ময়েশ্চারাইজার ব্যবহার করেন তিনি। আর ময়েশ্চারাইজারটি বানিয়েছেন তার চিকিৎসক বারবারা স্ট্রাম।
পোস্টে ভিক্টোরিয়া তার জন্য তৈরি করা ময়েশ্চারাইজারের ছবি পোস্ট করেন। তিনি লিখেন, ড. বারবারার তৈরি করা বিশেষ এই ময়েশ্চারাইজার তার ত্বকের জ্বালা রোধ করে ও ত্বকে কোষের পুনরুৎপাদনে সহায়তা করে।
ইনস্টাগ্রামে ভিক্টোরিয়ার দেওয়া ময়েশ্চারাইজারের ছবি।
বিশেষ এই ময়েশ্চারাইজার তৈরিতে খরচ হয়েছে ১ হাজার ২০০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।
সংগীতশিল্পী ভিক্টোরিয়া বেকহাম আগে ব্যান্ড স্পাইস গার্ল-এর সদস্য ছিলেন। এখন তিনি ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছেন। প্রেম করার পর ১৯৯৯ সালে বিয়ে করেন ইংল্যান্ডের সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহামকে।