জাতীয় ডেস্কঃ
নিজের স্বাক্ষরিত পদত্যাগপত্রটি তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে পদত্যাগপত্রটি তার দপ্তরে পৌঁছেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সম্প্রতি একজন চিত্রনায়িকার সঙ্গে তার ফোনালাপে কুরুচিপূর্ণ ও অশ্লীল আলাপের বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এনিয়ে শুরু হয় সমালোচনা। একজন প্রতিমন্ত্রীর মুখে এ ধরনের ভাষায় বিব্রত হয়েছেন সংশ্লিষ্টরা। পরে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে তিনি সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মাধ্যমে মুরাদকে পদত্যাগের জন্য নির্দেশ দেন।
সূত্র: ঢাকা টাইমস।