জাতীয় ডেস্কঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত এবং নিজস্ব প্রার্থীও ঠিক করা আছে। এমনটাই জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ।
সোমবার (২৭ আগস্ট ২০১৮) দুপুরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আসন বণ্টনের বিষয়ে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের প্রার্থীর কোনো অভাব নেই। তাদের জনপ্রিয়তা অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। সুতরাং নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত। নিজস্ব প্রার্থী মোটামুটি বিএনপির ঠিক করা হয়েছে।
তবে, ২০ দলীয় জোটের শরীকদের জন্য কিছু আসন ছেড়ে দিতে হবে। সেই বিষয়ে বর্তমানে আলাপ আলোচনা চলছে। ড. কামাল ও বি চৌধুরীর ফ্রন্ট। যদি তাদের সঙ্গে ঐক্যে পৌঁছাতে পারি। তাহলে তাদের জন্য বেশ কিছু আসন ছাড় দেবো।