ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে পানি ঘোলা করে লাভ হবে না : নাসিম

জাতীয় ডেস্কঃ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি ভিশন-২০৩০ ঘোষণা করছে। তারা নির্বাচনে আসবে ভাল কথা। আমরা স্বাগত জানাই। কাদের ভিশন জনগণ গ্রহণ করবেন সেটাই জনগণই নির্ধারণ করবেন। তবে নির্বাচন নিয়ে কোনোভাবে পানি ঘোলা করার চেষ্টা করলে লাভ হবে না।
রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নার্সেস এন্ড মিডওয়াইফারি অধিদপ্তর এই আলোচনা সভার আয়োজন করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুণ অর রশিদের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নার্সিং ও মিডওয়াইফারি) সুভাষ চন্দ্র সরকার, নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচন করবে এটাই স্বাভাবিক। নির্বাচনের মধ্য দিয়ে মাঠ যাচাই হয়, ওই দলের জনগণের কতটুকু সমর্থন সেটাও বোঝা যায়। আগামী নির্বাচন হবে সাংবিধানিকভাবে।
তিনি বলেন, সংবিধান অনুযায়ি শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। সংবিধানে যেভাবে বলা আছে সেভাবেই নির্বাচন হবে। এটা নিয়ে পানি ঘোলা করার কোনো চেষ্টা করবেন না। তাতে ফল ভাল হবে না। যারা অতীতে কথা দিয়ে কথা রাখেনি তাদের ভিশন না, যারা কথা দিয়ে কথা বাস্তবায়ন করেছেন তাদের ভিশন গ্রহণ হবে সেটা জনগণই নির্ধারণ করবেন।
নার্সদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন রোগীর কাছে নার্স হচ্ছেন মায়ের মতো, বোনের মতো। আপনারা মায়ের মমতা, ও বোনের ভালোবাসা নিয়ে রোগীদের প্রতি সেবিকার হাত বাড়িয়ে দেবেন। সেবার মানসিকতা নিয়ে রোগীর পাশে দাঁড়াবেন। বাসস
ইত্তেফাক/
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

নির্বাচন নিয়ে পানি ঘোলা করে লাভ হবে না : নাসিম

আপডেট সময় ০৩:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০১৭
জাতীয় ডেস্কঃ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি ভিশন-২০৩০ ঘোষণা করছে। তারা নির্বাচনে আসবে ভাল কথা। আমরা স্বাগত জানাই। কাদের ভিশন জনগণ গ্রহণ করবেন সেটাই জনগণই নির্ধারণ করবেন। তবে নির্বাচন নিয়ে কোনোভাবে পানি ঘোলা করার চেষ্টা করলে লাভ হবে না।
রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নার্সেস এন্ড মিডওয়াইফারি অধিদপ্তর এই আলোচনা সভার আয়োজন করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুণ অর রশিদের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নার্সিং ও মিডওয়াইফারি) সুভাষ চন্দ্র সরকার, নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচন করবে এটাই স্বাভাবিক। নির্বাচনের মধ্য দিয়ে মাঠ যাচাই হয়, ওই দলের জনগণের কতটুকু সমর্থন সেটাও বোঝা যায়। আগামী নির্বাচন হবে সাংবিধানিকভাবে।
তিনি বলেন, সংবিধান অনুযায়ি শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। সংবিধানে যেভাবে বলা আছে সেভাবেই নির্বাচন হবে। এটা নিয়ে পানি ঘোলা করার কোনো চেষ্টা করবেন না। তাতে ফল ভাল হবে না। যারা অতীতে কথা দিয়ে কথা রাখেনি তাদের ভিশন না, যারা কথা দিয়ে কথা বাস্তবায়ন করেছেন তাদের ভিশন গ্রহণ হবে সেটা জনগণই নির্ধারণ করবেন।
নার্সদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন রোগীর কাছে নার্স হচ্ছেন মায়ের মতো, বোনের মতো। আপনারা মায়ের মমতা, ও বোনের ভালোবাসা নিয়ে রোগীদের প্রতি সেবিকার হাত বাড়িয়ে দেবেন। সেবার মানসিকতা নিয়ে রোগীর পাশে দাঁড়াবেন। বাসস
ইত্তেফাক/