কবির হোসেন সওদাগর :
ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের গাজীপুর বাসষ্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সোশ্যাল ফ্রেন্ডস্ এসোসিয়েশন (এসফা) ওই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলার সময় বক্তব্য দেন গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজের প্রভাষক শওকত হোসেন টুলু, মোঃ কামরুজ্জামান ও হালিমা আক্তার সৌরভী, তিতাস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান, গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক সরকার, জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এহসানুল হক সেলিম, গাজীপুর প্রি-ক্যাডেট একাডেমীর প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সুমন, কবি ও শিক্ষক শামীম আল ইয়াছিন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাজিরুল ইসলাম, অর্থ সম্পাদক ইকরাম সরকার, স্বেচ্ছাসেবী সংগঠন আপনজনের সভাপতি মনিরা আক্তার প্রমূখ।
উক্ত মানববন্ধনে বক্তারা নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসি দাবি করেন। পাশাপাশি দেশে চলমান খুন-ধর্ষণ, অপহরণ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।