ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নেতাকর্মীদের মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফখরুলের চিঠি

জাতীয় ;

ক্রমেই দেশে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এ অবস্থায় কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগারে অধিকসংখ্যক বন্দী থাকায় ভাইরাসটি সংক্রমিত হওয়ার আশঙ্কার কথা চিঠিতে উল্লেখ করেছেন।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর এই চিঠি পাঠানো হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির বলেন, বুধবার দুপুর ২টায় স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর সচিবালয়ে মহাসচিবের স্বাক্ষরে একটি চিঠি পাঠানো হয়েছে। সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভয়ানক করোনাভাইরাসের সংক্রমণ থেকে এড়াতে অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে চিঠিটি দিয়েছেন বিএনপির মহাসচিব।

চলমান করোনা পরিস্থিতি সম্প্রতি মোকাবেলায় দেশের কারাগারে থাকা তিন হাজার বন্দীকে মুক্তি দেওয়ার প্রস্তাব দেয় কারা অধিদপ্তর। বিষয়টি নিয়ে আলাপ আলোচনা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে যারা লঘু অপরাধে দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন তাদের মুক্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এর মধ্যেই সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুক্তি চেয়ে চিঠি পাঠালেন বিএনপি মহাসচিব।

ফখরুলের চিঠির ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ঢাকা টাইমসকে বলেন, ‘এমনটি আমার জানা নেই। তবে রাতে এ ব্যাপারে জানাতে পারব।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

নেতাকর্মীদের মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফখরুলের চিঠি

আপডেট সময় ০৯:২০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০

জাতীয় ;

ক্রমেই দেশে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এ অবস্থায় কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগারে অধিকসংখ্যক বন্দী থাকায় ভাইরাসটি সংক্রমিত হওয়ার আশঙ্কার কথা চিঠিতে উল্লেখ করেছেন।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর এই চিঠি পাঠানো হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির বলেন, বুধবার দুপুর ২টায় স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর সচিবালয়ে মহাসচিবের স্বাক্ষরে একটি চিঠি পাঠানো হয়েছে। সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভয়ানক করোনাভাইরাসের সংক্রমণ থেকে এড়াতে অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে চিঠিটি দিয়েছেন বিএনপির মহাসচিব।

চলমান করোনা পরিস্থিতি সম্প্রতি মোকাবেলায় দেশের কারাগারে থাকা তিন হাজার বন্দীকে মুক্তি দেওয়ার প্রস্তাব দেয় কারা অধিদপ্তর। বিষয়টি নিয়ে আলাপ আলোচনা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে যারা লঘু অপরাধে দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন তাদের মুক্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এর মধ্যেই সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুক্তি চেয়ে চিঠি পাঠালেন বিএনপি মহাসচিব।

ফখরুলের চিঠির ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ঢাকা টাইমসকে বলেন, ‘এমনটি আমার জানা নেই। তবে রাতে এ ব্যাপারে জানাতে পারব।’