আন্তর্জাতিক ডেস্ক:
নেপালে বাস দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত আরও অনেকে। রবিবার দেশটির সিন্ধুপালচৌক জেলায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটেছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সকালে রাস্তা থেকে ছিটকে দোলাখা খাদিচৌড়-জিরি সড়ক বিভাগের পাশের একটি খাদে বাসটি পড়ে যায়। নিহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে খবরে বলা হয়েছে।
বাসটি কালিনচক মন্দির থেকে পূণ্যার্থীদের ফেরত নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে এই দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।