খেলাধূলা ডেস্ক:
১৩তম এশিয়ান গেমসে (এসএ) রবিবার ভলিবলে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের কাছে ০-৩ সেটে হেরেছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল। আগামীকাল (সোমবার) দুপুর দুইটায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
রবিবার প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ১-৩ সেটে হেরেছে শ্রীলঙ্কা। আগামী মঙ্গলবার বিকাল তিনটায় শিরোপার লড়াইয়ের ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দী ভারত-পাকিস্তান।
এর আগে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩-২ সেটে হারায় বাংলাদেশ। এরপর ভারতের কাছে বাংলাদেশ ০-৩ সেটে হেরে যায়। এই গ্রুপ থেকে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। এই গ্রুপ থেকে বিদায় নেয় স্বাগতিক নেপাল।