ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

‘‘নেশার বিরুদ্ধে প্রতিরোধ’’ শীর্ষক সেমিনার

শাহীন আলম, দেবিদ্বার প্রতিনিধিঃ

“Think before Drink”, “Helping you to a deeper understanding of yourself” এসব প্রতিপাদ্যকে সামনে রেখে “Heart To Heart For Humanity Bangladesh (HHHBD)”  এবং গ্রিন ক্রিসেন্ট বাংলাদেশ এর যৌথ আয়োজনে ডাক্তার, মেডিকেল, ডেন্টাল এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে রবিবার সাড়ে ৩টায়  রাজধানীর মগবাজারস্থ আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম লেকচার গ্যালারীতে  বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হল মেগা ইভেন্ট ‘নেশার বিরুদ্ধে প্রতিরোধ’  “Action Against Addiction” শীর্ষক সেমিনার।

ব্যতিক্রমধর্মী এই সেমিনারের গতানুগতিক ধারাবাহিক একঘেয়ে  লেকচারের বিপরীতে সেগমেন্টাল রিফ্রেশিং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ২ শতাধিক অংশগ্রহণকারীদের মনযোগকে ধরে রাখা হয়।

ওই সেমিনারে সায়েন্টিফিক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এই প্রজন্মের দুই উদীয়মান সাইকিয়াট্রিস্ট বিএসএমএমইউ’র সাইকিয়াট্রি বিভাগের  ফেইজ বি  রেসিডেন্ট মেডিকেল অফিসার ডাঃ সাইদুল আশরাফ এবং একই বিভাগের অনারারী মেডিকেল অফিসার ডাঃ সেগুপ্তা ইলমা হক।

অনুষ্ঠানে বক্তারা সাধারণভাবে বিভিন্ন ধরণের নেশা এবং বিশেষভাবে এই প্রজন্মে মহামারী রূপ ধারণ করা টেকনোলজি এডিকশানের ভয়াবহ চিত্র তুলে ধরেন এবং এখান থেকে উত্তরণের উপায় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস প্রদান করেন। আগামীতে একটি সুন্দর নেশা মুক্ত বাংলাদেশ গড়ার রোডম্যাপ প্রদান করেন Heart To Heart For Humanity Bangladesh (HHHBD)” এর প্রেসিডেন্ট সৈয়দ ফাহাদ মুনতাসীর এবং এবং গ্রিন ক্রিসেন্ট বাংলাদেশের কো অর্ডিনেটর ডাঃ সাইদুল ইসলাম সাইদ।

অনুষ্ঠানের ম্যানেজম্যান্ট পার্টনার হিসেবে কাজ করে আলোর মিছিল,  CDF, Litman,, রিদম ব্লাড ব্যাংক, SiLiCON Education এবং Youth Society Foundation. অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল ক্যাম্পাস লাইভ, হেলথ নিউজ বিডি, আমাদের বাংলাদেশ ২৪ ডট কম, নেক্সট বিডি ২৪ ডট কম, ডাক প্রতিদিন, বাংলার আলোড়ন,  এই মেগা ইভেন্টের চীফ এডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ডাঃ সাইদুল ইসলাম সাইদ চীফ অফ ম্যানেজম্যান্ট স্টাফ দায়িত্ব পালন করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী আল্লামা ইসতেসান। Chat Conversation End

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‘‘নেশার বিরুদ্ধে প্রতিরোধ’’ শীর্ষক সেমিনার

আপডেট সময় ০৭:১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০১৬

শাহীন আলম, দেবিদ্বার প্রতিনিধিঃ

“Think before Drink”, “Helping you to a deeper understanding of yourself” এসব প্রতিপাদ্যকে সামনে রেখে “Heart To Heart For Humanity Bangladesh (HHHBD)”  এবং গ্রিন ক্রিসেন্ট বাংলাদেশ এর যৌথ আয়োজনে ডাক্তার, মেডিকেল, ডেন্টাল এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে রবিবার সাড়ে ৩টায়  রাজধানীর মগবাজারস্থ আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম লেকচার গ্যালারীতে  বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হল মেগা ইভেন্ট ‘নেশার বিরুদ্ধে প্রতিরোধ’  “Action Against Addiction” শীর্ষক সেমিনার।

ব্যতিক্রমধর্মী এই সেমিনারের গতানুগতিক ধারাবাহিক একঘেয়ে  লেকচারের বিপরীতে সেগমেন্টাল রিফ্রেশিং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ২ শতাধিক অংশগ্রহণকারীদের মনযোগকে ধরে রাখা হয়।

ওই সেমিনারে সায়েন্টিফিক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এই প্রজন্মের দুই উদীয়মান সাইকিয়াট্রিস্ট বিএসএমএমইউ’র সাইকিয়াট্রি বিভাগের  ফেইজ বি  রেসিডেন্ট মেডিকেল অফিসার ডাঃ সাইদুল আশরাফ এবং একই বিভাগের অনারারী মেডিকেল অফিসার ডাঃ সেগুপ্তা ইলমা হক।

অনুষ্ঠানে বক্তারা সাধারণভাবে বিভিন্ন ধরণের নেশা এবং বিশেষভাবে এই প্রজন্মে মহামারী রূপ ধারণ করা টেকনোলজি এডিকশানের ভয়াবহ চিত্র তুলে ধরেন এবং এখান থেকে উত্তরণের উপায় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস প্রদান করেন। আগামীতে একটি সুন্দর নেশা মুক্ত বাংলাদেশ গড়ার রোডম্যাপ প্রদান করেন Heart To Heart For Humanity Bangladesh (HHHBD)” এর প্রেসিডেন্ট সৈয়দ ফাহাদ মুনতাসীর এবং এবং গ্রিন ক্রিসেন্ট বাংলাদেশের কো অর্ডিনেটর ডাঃ সাইদুল ইসলাম সাইদ।

অনুষ্ঠানের ম্যানেজম্যান্ট পার্টনার হিসেবে কাজ করে আলোর মিছিল,  CDF, Litman,, রিদম ব্লাড ব্যাংক, SiLiCON Education এবং Youth Society Foundation. অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল ক্যাম্পাস লাইভ, হেলথ নিউজ বিডি, আমাদের বাংলাদেশ ২৪ ডট কম, নেক্সট বিডি ২৪ ডট কম, ডাক প্রতিদিন, বাংলার আলোড়ন,  এই মেগা ইভেন্টের চীফ এডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ডাঃ সাইদুল ইসলাম সাইদ চীফ অফ ম্যানেজম্যান্ট স্টাফ দায়িত্ব পালন করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী আল্লামা ইসতেসান। Chat Conversation End