ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পথিকৃৎ নারীদের অনুসরণ করেই নারীরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে’-এমপি ইউসুফ হারুন

মো: মোশাররফ হোসেন মনিরঃ

‘নারী জাগরণের পথিকৃৎ যারা তাদের অনুসরণ করেই নারী অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। সংসারের কর্তা যদি নিজের মেয়ে, ছেলের বৌ এবং নিজের স্ত্রীকে সামাজিকভাবে মূল্যায়ন করে এবং প্রতিটি বাড়িতে যখন এই মূল্যায়ন শুরু হবে, তখনই নারীদের সামাজিকভাবে মূল্যায়ন হবে। সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে, যদি সেভাবে এগিয়ে যায়, নারীরা কারো করুণাভাজন হয়ে থাকতে হবে না বলে মন্তব্য করে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

শনিবার সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টেকসই উন্নয়ন লক্ষ্যে মুরাদনগর নারী উন্নয়ন ফোরাম গঠন সম্পর্কিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ নারী উন্নয়নের রোল মডেল এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রের বিভিন্ন পেশায় এবং সমাজের বিভিন্ন স্তরে নারীদের অংশগ্রহণ দৃশ্যমান। আলোকিত নারী তৈরিতে তার অবদান মাইল ফলক হয়ে থাকবে।’ ‘নারীর মনের দেয়ালও নারীর এগিয়ে যাওয়ার পথে আরেকটি বাধা। বেড়ে উঠার পথে একজন নারীকে অনেক বাধা-নিষেধ অতিক্রম করতে হয়। এসব বাধা নারীর মনে এক ধরনের দেয়াল তৈরি করে। নারীকে প্রথমে এ দেয়াল ভাঙ্গতে হবে।’

এমপি ইউসুফ হারুন আরো বলেন, অনেকে ধর্মের নামে ও ধর্মের কথা বলে নারীদের ঘরে বন্দী করে রাখছে। ধর্মীয় অনুশাসনের অপপ্রয়োগ, সামাজিক অবস্থা, অশিক্ষা, কুশিক্ষা ও কুসংস্কারের ফলে সমাজে বৈষম্য বাড়ে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নারীদের সমাজে অবদান রাখতে হবে। নারীদের নিজেদেরকে তাদের অধিকার প্রতিষ্ঠায় নিজেদেরকেই দায়িত্ব নিতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে সমাদৃত হয়েছে, পুরস্কৃত হয়েছেন নারীর ক্ষমতায়নের জন্য। বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনেক এগিয়ে আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়মের সভাপতিত্বে এবং যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাশেদা আক্তার ও বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) রায়হান মেহবুব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীনূর বশির, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) একেএম মনজুর আলম, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ্ মো: ইকবাল মনসুর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা রমেন কুমার সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, প্রাথমিক শিক্ষক সমিতিার সভাপতি রেবেকা সুলতানা, দারোরা ইউপি সদস্য শাহনাজ আক্তার, স্বাস্থ কর্মী লাভলি আক্তার, জয়িতা পারুল আক্তার, নারী উদ্যেগতা সামসিয়া বেগম প্রমুখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

পথিকৃৎ নারীদের অনুসরণ করেই নারীরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে’-এমপি ইউসুফ হারুন

আপডেট সময় ০১:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০১৯
মো: মোশাররফ হোসেন মনিরঃ

‘নারী জাগরণের পথিকৃৎ যারা তাদের অনুসরণ করেই নারী অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। সংসারের কর্তা যদি নিজের মেয়ে, ছেলের বৌ এবং নিজের স্ত্রীকে সামাজিকভাবে মূল্যায়ন করে এবং প্রতিটি বাড়িতে যখন এই মূল্যায়ন শুরু হবে, তখনই নারীদের সামাজিকভাবে মূল্যায়ন হবে। সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে, যদি সেভাবে এগিয়ে যায়, নারীরা কারো করুণাভাজন হয়ে থাকতে হবে না বলে মন্তব্য করে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

শনিবার সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টেকসই উন্নয়ন লক্ষ্যে মুরাদনগর নারী উন্নয়ন ফোরাম গঠন সম্পর্কিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ নারী উন্নয়নের রোল মডেল এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রের বিভিন্ন পেশায় এবং সমাজের বিভিন্ন স্তরে নারীদের অংশগ্রহণ দৃশ্যমান। আলোকিত নারী তৈরিতে তার অবদান মাইল ফলক হয়ে থাকবে।’ ‘নারীর মনের দেয়ালও নারীর এগিয়ে যাওয়ার পথে আরেকটি বাধা। বেড়ে উঠার পথে একজন নারীকে অনেক বাধা-নিষেধ অতিক্রম করতে হয়। এসব বাধা নারীর মনে এক ধরনের দেয়াল তৈরি করে। নারীকে প্রথমে এ দেয়াল ভাঙ্গতে হবে।’

এমপি ইউসুফ হারুন আরো বলেন, অনেকে ধর্মের নামে ও ধর্মের কথা বলে নারীদের ঘরে বন্দী করে রাখছে। ধর্মীয় অনুশাসনের অপপ্রয়োগ, সামাজিক অবস্থা, অশিক্ষা, কুশিক্ষা ও কুসংস্কারের ফলে সমাজে বৈষম্য বাড়ে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নারীদের সমাজে অবদান রাখতে হবে। নারীদের নিজেদেরকে তাদের অধিকার প্রতিষ্ঠায় নিজেদেরকেই দায়িত্ব নিতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে সমাদৃত হয়েছে, পুরস্কৃত হয়েছেন নারীর ক্ষমতায়নের জন্য। বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনেক এগিয়ে আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়মের সভাপতিত্বে এবং যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাশেদা আক্তার ও বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) রায়হান মেহবুব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীনূর বশির, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) একেএম মনজুর আলম, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ্ মো: ইকবাল মনসুর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা রমেন কুমার সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, প্রাথমিক শিক্ষক সমিতিার সভাপতি রেবেকা সুলতানা, দারোরা ইউপি সদস্য শাহনাজ আক্তার, স্বাস্থ কর্মী লাভলি আক্তার, জয়িতা পারুল আক্তার, নারী উদ্যেগতা সামসিয়া বেগম প্রমুখ।