জাতীয় ডেস্কঃ
তারিখ নির্ধারণ না হলেও জুনের শেষ সপ্তাহে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ মে) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সরকার প্রধান শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আশা করি জুনের শেষ সপ্তাহের আগে পদ্মা সেতু চালুর জন্য রেডি হয়ে যাবে। জুনের শেষ সপ্তাহে পদ্মা সেতু উদ্বোধন করা হবে।
সেতু উদ্বোধনের তারিখ এখনও নির্ধারণ হয়নি জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনের তারিখ চেয়ে সারসংক্ষেপ পাঠাবে। সে অনুযায়ী তারিখ ঠিক হবে।
পদ্মা সেতুর নামকরণ নিয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকে পদ্মা সেতুর নামকরণ নিয়ে কোনো আলোচনা হয়নি। প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বলেছেন পদ্মা সেতু নামেই এর নামকরণ হবে।