অন্তর্জাতিক ডেস্কঃ
পর্তুগালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ২৯ জার্মান পর্যটক নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
এ ঘটনায় আরো ২৭ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পর্তুগালের সংবাদ সংস্থা লুসার প্রতিবেদনে জানা গেছে, সান্তা ক্রুজ পৌরসভার নিকটবর্তী কানিসিও শহরের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ২৯ জন নিহত হন। নিহতদের মধ্যে ১২ জন পুরুষ, ১৭ জন নারী। তারা সবাই জার্মান পর্যটক। বাসে ৫৫ জন পর্যটক ছিলেন।
পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলেও দে সোসা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন।