বিনোদন ডেস্কঃ
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে সোমবার পর্ন ছবি বানানোর অভিযোগে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, পর্ন ভিডিও বানিয়ে বিশেষ অ্যাপের মাধ্যমে তিনি মানুষের মুঠোফোনে ছড়িয়ে দিতেন।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে প্রশাসনের সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরো বলেছে, রাজ ঘটনার মূল ‘ষড়যন্ত্রকারী’। সে বিষয়ে যথেষ্ট তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে।
সূত্রের খবর, গ্রেপ্তার হওয়ার আগে অর্থ পাচার কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করে তাঁকে।
২০১৩ সালে মৃত গ্যাংস্টার ইকবাল মির্চির সঙ্গে অর্থ পাচার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ছিল রাজের বিরুদ্ধে। তারই তদন্তে তাকে সমন পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে।