অন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে বোমা বিস্ফোরণে দেশটির চার পুলিশকর্মী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১১ জন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পাকিস্তানের সংবাদসংস্থা জিও নিউজ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় নমাদ-ই-তারাভিহ মসজিদের কাছে জোরালো আইইডি বিস্ফোরণে মিনি মার্কেটের একাংশে আগুন লেগে যায়।
বিস্ফোরণে মারা গিয়েছেন ওই এলাকায় মোতায়েন করা পুলিশ বাহিনীর ৪ সদস্য। এছাড়া আহতরা সকলেই নমাজ পড়তে ওই মসজিদের সামনে জড়ো হয়েছিলেন বলে জানা গিয়েছে।
ঘটনার পরে এলাকাজুড়ে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করে দেশটির নিরাপত্তা বাহিনী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।
এর আগে গত শনিবার বালুচিস্তান প্রদেশের বন্দর নগরী গোয়াদারে বিলাসবহুল পাঁচ-তারকা হোটেলে হামলা চালায় তিন হামলাকারী।