অন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানে লাহোরের এক সুফি মাজারের কাছে ভয়াবহ বিস্ফোরণের নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ বিস্ফোরণে ২৫ জন আহত হয়েছে। রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের স্থানীয় মায়ো হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার সকালে লাহোরের একাদশ শতকের ঐতিহ্যবাহী দাতা দরবার মাজারের প্রবেশদ্বারে পুলিশের দুইটি গাড়ির কাছে এ বিস্ফোরণ ঘটেছে। দাতা দরবার মাজারটি সেখানকার সুফিদের মাজার বলে খবরে বলা হয়েছে।
এর আগে গত ২০১০ সালে মাজারটিতে হামলার ঘটনা ঘটে । ২০১০ সালের হামলার ঘটনায় ৪০ জনের বেশি মানুষ নিহত হন।
মুহাম্মদ কাশিফ নামের স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, এটি সম্ভবত একটি আত্মঘাতী হামলা, এবং নিরাপত্তা বাহিনীর গাড়ি এ হামলার লক্ষবস্তু ছিল।
এছাড়া তিনি বলেন, আমরা এ হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা করছি।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার এ হামলার নিন্দা জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে।