আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের কোয়েটার কিলা সাইফুল্লাহ এলাকায় ন্যাশনাল হাইওয়েতে বুধবার (৮ জুন) যাত্রীবাহী এক ভ্যান খাদে পড়েছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছে। দেশটির জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কিলা সাইফুল্লাহর ডেপুটি কমিশনার হাফিজ কাসিম কাকার হতাহতের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানান তিনি।
প্রাথমিক রিপোর্টে জানা যায়, ঘটনাস্থলে ১০ যাত্রী নিহত হয় এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। পরবর্তীতে আরও আহত ১২ জন যাত্রী নিহত হন।
ডেপুটি কমিশনার আরও জানান, যাত্রীবাহী ভ্যানটি লরালাই থেকে ঝাবের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে আক্তারজাই আদোলায় দুর্ঘটনার কবলে পড়ে।