আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় যাত্রী বোঝাই একটি বাস উল্টে যাওয়ায় কমপক্ষে ১৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। শুক্রবার (১১ জুন) সকালে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাতে জানা যায়, এ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিদের খুজদারের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশংকাজনক।
লেভিজের এক কর্মকর্তা জানান, যাত্রীবাহী এ বাস পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের লারকানা জেলা থেকে খুজদাওে যাচ্ছিল।
এ প্রদেশের আধা সামরিক নিরাপত্তা বাহিনী লেভিজ জানায়, বাসটি দ্রুতগতিতে মোড় নেয়ার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পাকিস্তানে প্রধানত দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থার এবং অপেশাদার চালকদের গাড়ি চালানোর কারণে দেশটিতে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।