বিনোদন ডেস্কঃ
নওশাবা বলেন, ‘আমি তো কখনোই চেনা পথে হাঁটিনি। আর নির্মাণের ইচ্ছে আমার অনেকদিনের। দীর্ঘদিন ধরেই যেহেতু পাপেটের সাথে আমি সম্পৃক্ত, বিশেষ করে সিসিমপুরে দীর্ঘদিন সম্পৃক্ত থাকার কারণে এই বিষয়টি আমার ভেতরে অনেকদিনের ভাবনার বুনন তৈরি করেছে।’
‘টুগেদার উই ক্যান’ নামের একটি নতুন উদ্যোগেই নওশাবার এই পাপেট শো’র মঞ্চায়ন হবে। ছায়ানটের আজকের এই মঞ্চায়ন প্রসঙ্গে নওশাবা বলেন, ‘এটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। যেখানে এই সমাজে একজন নারীর জীবনচিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আমি মনে করি এখন থেকে যেটুকুই কাজ করি না কেন, তাতে যেন ন্যুনতম সোশ্যাল কমিটমেন্ট থাকে। সেই ভাবনা অনুযায়ীই কাজ শুরু করেছি।’
তবে ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণে আসবেন কি-না এমন প্রশ্নে নওশাবা বলেন, ‘না, এখনই এটা বলা মুশকিল। তবে অবশ্যই নিজেকে সেভাবে প্রস্তুত করে তুলতে পারলে ফিল্ম বানাবো। নির্মাণের ভেতরে এক আলাদা আনন্দ রয়েছে।’
আজ অনুষ্ঠিতব্য এই পাপেট শো প্রসঙ্গে টুগেদার উই ক্যানের এই প্রতিষ্ঠাতা আরো বলেন, ‘আমরা সিআরপি-এর বিশেষ সহযোগিতায় কাজটি করছি। একইসঙ্গে এটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে নাগরিক টিভি। আশা করছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।’