ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পিএসজিকে ৫-১ গোলে হারালো লিল

খেলাধূলা ডেস্কঃ

ফরাসি ফুটবল লিগে পিএসজিকে ৫-১ গোলে হারিয়েছে লিল। এ টানা দুই ম্যাচ জয়শূন্য থাকলো প্যারিসের ক্লাবটি। অথচ এই ম্যাচে এক পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যেতো।

 

১৬তম মিনিটে সিলভা এবং ২৪তম মিনিটে মুনিয়ের চোট পেয়ে মাঠ ছাড়েন। ৩৬তম মিনিটেই বড় ধাক্কা খায় পিএসজি। লিলের নিকোলাসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার বের্নাত।

১০ জন নিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি পিএসজি। একের পর এক গোল হজম করেছে কেবল। ৫১তম মিনিটে লিলের হয়ে দ্বিতীয় গোলটি করেন নিকোলাস পেপে। ৬৫ মিনিটে আরেকটি গোল করেন জে বাম্বা। ৭১তম মিনিটে দারুণ হেডে ব্যবধান ৪-১ করেন গাব্রিয়েল। আর ৮৪তম মিনিটে পিএসজির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন পর্তুগিজ ডিফেন্ডার জোসে ফন্তে।

এবারের লিগে পিএসজির এটি দ্বিতীয় পরাজয়। গত সপ্তাহে স্ত্রাসবুরের সঙ্গে ঘরের মাঠে ২-২ ড্র করেছিল বর্তমান তারা। ৩১ ম্যাচে ২৬ জয় ও তিন ড্রয়ে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিল।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঞ্ছারামপুরের ‘ডন’ খ্যাত এমপির ভাগিনা জনির জামিন।বিএনপির নেতাকর্মী সহ এলাকায় তোলপাড়! 

পিএসজিকে ৫-১ গোলে হারালো লিল

আপডেট সময় ০৬:১৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
খেলাধূলা ডেস্কঃ

ফরাসি ফুটবল লিগে পিএসজিকে ৫-১ গোলে হারিয়েছে লিল। এ টানা দুই ম্যাচ জয়শূন্য থাকলো প্যারিসের ক্লাবটি। অথচ এই ম্যাচে এক পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যেতো।

 

১৬তম মিনিটে সিলভা এবং ২৪তম মিনিটে মুনিয়ের চোট পেয়ে মাঠ ছাড়েন। ৩৬তম মিনিটেই বড় ধাক্কা খায় পিএসজি। লিলের নিকোলাসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার বের্নাত।

১০ জন নিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি পিএসজি। একের পর এক গোল হজম করেছে কেবল। ৫১তম মিনিটে লিলের হয়ে দ্বিতীয় গোলটি করেন নিকোলাস পেপে। ৬৫ মিনিটে আরেকটি গোল করেন জে বাম্বা। ৭১তম মিনিটে দারুণ হেডে ব্যবধান ৪-১ করেন গাব্রিয়েল। আর ৮৪তম মিনিটে পিএসজির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন পর্তুগিজ ডিফেন্ডার জোসে ফন্তে।

এবারের লিগে পিএসজির এটি দ্বিতীয় পরাজয়। গত সপ্তাহে স্ত্রাসবুরের সঙ্গে ঘরের মাঠে ২-২ ড্র করেছিল বর্তমান তারা। ৩১ ম্যাচে ২৬ জয় ও তিন ড্রয়ে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিল।