আন্তর্জাতিক ডেস্কঃ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে তিনি বলেন, কোনো মধ্যস্থতাকারী ও শর্ত ছাড়া তিনি পুতিনের সঙ্গে কথা বলতে চান । ইতালির সম্প্রচার মাধ্যম ‘রাই ১’কে তিনি এই তথ্য জানান।
জেলেনস্কি জানান, ‘তিনি সংলাপের শর্তে পুতিনের সঙ্গে কথা বলবেন, আলটিমেটামের শর্তে নয়।’
ইতালির সম্প্রচার মাধ্যমটিকে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘প্রতিদিন ছোট ছোট শহরগুলোকে দখলমুক্ত করা হচ্ছে। রুশ সামরিক বাহিনীর সেখানে হয়রানি, নির্যাতন ও হত্যাযজ্ঞের চিহ্ন দেখতে পাচ্ছি। এসব কারণে শান্তি আলোচনার সম্ভাবনা আরও জটিল হয়ে যায়।’
এছাড়া জেলেনস্কি বলেন, রাশিয়া যখন ইউক্রেন থেকে তাদের সেনা প্রত্যাহার করবে তখন আলোচনার জন্য ‘প্রথম স্পষ্ট পদক্ষেপ’ হবে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৭৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত ক্রমশ জোরদার হয়েছে।