ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পৃথিবীর মতো বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান

তথ্যপ্রযুক্তিঃ
সৌরজগতের নিকটতম সোলার সিস্টেমে পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। গবেষকরা জানান, পাথুরে এই গ্রহের নাম প্রক্সিমা বি। প্রক্সিমা সেনাটুরি সোলার সিস্টেমের কক্ষপথেই এর অবস্থান।
ধারণা করা হচ্ছে, বসবাসযোগ্য অন্যান্য গ্রহের থেকে এটাই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী। সেখানে থাকতে পারে পানির অস্তিত্বও। ভবিষ্যতে গ্রহটি পরীক্ষার জন্য রোবোট পাঠানো হতে পারে বলে আশাবাদী মহাকাশ বিজ্ঞানীরা।
 সৌরজগতের ক্ষেত্রে শুক্র গ্রহ সূর্যের বেশ কাছে অবস্থিত, মঙ্গল গ্রহ আবার অনেকটা দূরে। কিন্তু পৃথিবীর অবস্থান একেবারে ‘সঠিক’ জায়গায়। এই দূরত্বটাকেই বিজ্ঞানীরা বলছেন ‘বসবাসযোগ্য এলাকা’ বা ‘গোল্ডিলকস এলাকা’। প্রক্সিমা গ্রহটিও তেমন এক কক্ষপথে অবস্থান করছে।
গ্রহটি প্রক্সিমা থেকে এমন দূরত্বে, যাতে এর তাপমাত্রা খুব গরমও নয়, আবার হিমশীতলও নয়। অনেকটা পৃথিবীরই মতো।
গ্রহটি এখনও পৃথিবীর দূরবিনে ধরা পড়েনি। শুধুমাত্র প্রক্সিমাকে দেখে, তার আলো বিচার করে এই গ্রহের উপস্থিতি সম্পর্কে ধারণা করেছেন বিজ্ঞানীরা। প্রক্সিমা বি গ্রহটি পৃথিবী থেকে ৪ দশমিক ২ আলোকবর্ষ দূরে। বিবিসি
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর

পৃথিবীর মতো বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান

আপডেট সময় ০৭:৫৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০১৬
তথ্যপ্রযুক্তিঃ
সৌরজগতের নিকটতম সোলার সিস্টেমে পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। গবেষকরা জানান, পাথুরে এই গ্রহের নাম প্রক্সিমা বি। প্রক্সিমা সেনাটুরি সোলার সিস্টেমের কক্ষপথেই এর অবস্থান।
ধারণা করা হচ্ছে, বসবাসযোগ্য অন্যান্য গ্রহের থেকে এটাই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী। সেখানে থাকতে পারে পানির অস্তিত্বও। ভবিষ্যতে গ্রহটি পরীক্ষার জন্য রোবোট পাঠানো হতে পারে বলে আশাবাদী মহাকাশ বিজ্ঞানীরা।
 সৌরজগতের ক্ষেত্রে শুক্র গ্রহ সূর্যের বেশ কাছে অবস্থিত, মঙ্গল গ্রহ আবার অনেকটা দূরে। কিন্তু পৃথিবীর অবস্থান একেবারে ‘সঠিক’ জায়গায়। এই দূরত্বটাকেই বিজ্ঞানীরা বলছেন ‘বসবাসযোগ্য এলাকা’ বা ‘গোল্ডিলকস এলাকা’। প্রক্সিমা গ্রহটিও তেমন এক কক্ষপথে অবস্থান করছে।
গ্রহটি প্রক্সিমা থেকে এমন দূরত্বে, যাতে এর তাপমাত্রা খুব গরমও নয়, আবার হিমশীতলও নয়। অনেকটা পৃথিবীরই মতো।
গ্রহটি এখনও পৃথিবীর দূরবিনে ধরা পড়েনি। শুধুমাত্র প্রক্সিমাকে দেখে, তার আলো বিচার করে এই গ্রহের উপস্থিতি সম্পর্কে ধারণা করেছেন বিজ্ঞানীরা। প্রক্সিমা বি গ্রহটি পৃথিবী থেকে ৪ দশমিক ২ আলোকবর্ষ দূরে। বিবিসি