মুরাদনগর বার্তা ডেস্ক:
মুরাদনগরে বাপ বেটির তান্ডব লিলায় অতিষ্ট এলাকাবাসী শিরো নামে যে সংবাদটি ৮ সেপ্টেম্বর “মুরাদনগর বার্তা” অনলাইন থেকে প্রকাশিত হয়েছিল এই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন খামার গ্রাম স্কুলের সহকারী শিক্ষিকা নাসরিন আক্তার বিথি।
বৃহষ্পতিবার সকালে তাদের স্বাক্ষরিত প্রতিবাদটি মুরাদনগর বার্তার সংবাদ দাতার হাতে পৌছে দেন, এতে মূল বক্তব্য হিসাবে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে এবং তার পরিবারের বিরুদ্ধে যেসব অভিযোগ উপস্থাপন করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট।
নাসরিন আক্তার বিথি বলেন, প্রকাশিত সংবাদের মূল প্রতিপক্ষ শেখ জাকির আমার সন্মান হানি করার লক্ষে এধরনের মিথ্যা বক্তব্য দিয়ে হেয় প্রতিপন্ন করার অপপ্রায়াস চালিয়েছেন।
আমি একজন শিক্ষক এবং সংগীত চর্চা করি বিধায় সকলের সাথে একটা সু-সম্পর্ক করে চলাফেরা করি। আমি কোন বিদেশ লোক পাঠাইনা এবং কারো কাছ থেকে বিদেশের টাকা নেইনি। এই মামলাগুলো শেখ জাকিরের লোক দিয়ে সাজানো নাটক। বিদেশী টাকা নেওয়া এবং জায়গা সংক্রান্ত ব্যাপারটি তদন্তাধীন আছে। বাবার মুক্তিযোদ্ধা গেজেটে আমার দাদার নাম ভূল ছিল এটি সংশোধনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। জায়গার মামলার সত্য-মিথ্যার বিষয়ে আদালত এবং তদন্তকারী কর্মকর্তা আইনানুগ ব্যাবস্থা নিবেন।
নাসরিন আক্তার বিথি
সহকারী শিক্ষিকা
মুরাদনগর, বাঙ্গরা কুমিল্লা