খেলাধূল ডেস্কঃ
চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৩০৫ রান করেছে বাংলাদেশ। আগের দিনের ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে খেলা শুরু করে মঙ্গলবার বাকি চার উইকেট হারিয়ে আর ৫২ রান যোগ করতে সক্ষম হয় টাইগাররা।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম ৬৮, সাব্বির রহমান ৬৬ ও নাসির হোসেন ৪৫ রান করেছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শুধু মেহেদি হাসান মিরাজ রান আউট হয়েছেন। বাকি ৯টি উইকেটই নিয়েছেন অসি স্পিনাররা। যার মধ্যে নাথান লিয়ন ৯৪ রান খরচায় একাই তুলে নেন ৭ উইকেট।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২০ রানে জয়লাভ করে। এর ফলে সিরিজে টাইগাররা এগিয়ে আছে ১-০ ব্যবধানে। এই ম্যাচে জয় অথবা ড্র-ই বাংলাদেশের সিরিজ জয়ের জন্য যথেষ্ট হবে। সেটি হলে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের পর কোনো দলের পক্ষে প্রথম টেস্ট সিরিজ জিতবে লাল-সবুজের দল।