ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম চুমুর অভিজ্ঞতা জানালেন কঙ্গনা

বিনোদন ডেস্ক:

বলিউডে ঠোঁটকাটা হিসেবেই পরিচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কারও কিছু পছন্দ না হলে মুখে যা আসে তাই বলে দেন। তাতে সেই ব্যক্তি হোক ইন্ডাস্ট্রির কোনও মহাতারকা বা রাজনীতি জগতের প্রভাবশালী কেউ। এছাড়া ব্যক্তিগত অনেক কথাও নায়িকা নানা সময়ে অপকটে স্বীকার করেন। যেমন সম্প্রতি ইন্ডিয়া টুডে’র সঙ্গে আলাপকালে জানালেন তার প্রথম চুমু খাওয়ার অভিজ্ঞতা।

‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনার বয়স তখন সতেরো-আঠেরো। সে সময় তিনি প্রেমে পড়েছিলেন ২৭ বছর বয়সী এক পাঞ্জাবি যুবকের। নিজের বেস্টফ্রেন্ড ডেটিংয়ে যাওয়ার সময় সঙ্গে নিয়ে গিয়েছিলেন কঙ্গনাকে। সেখানে গিয়েই কঙ্গনা প্রেমে পড়ে যান। না, বেস্টফ্রেন্ডের প্রেমিকের নয়, তার সঙ্গে আসা ছেলেটির।

 

প্রথমবার কঙ্গনাকে দেখে বেস্টফ্রেন্ডের প্রেমিকের সেই বন্ধু বলেছিলেন, ‘এ বাবা! তুমি তো বাচ্চা মেয়ে।’ তাতে অবশ্য হার মানেননি অভিনেত্রী। সেই যুবককে বারবার মোবাইল ফোন থেকে মেসেজ পাঠিয়ে কঙ্গনা প্রমাণ করতে চাইতেন যে তিনি ছোট নন। বলতেন, ‘একটা সুযোগ দাও, দেখো আমি ঠিক বড় হয়ে যাব।’

পরে সেই ছেলের সঙ্গে কঙ্গনার প্রেম হয়। ডিটিংয়ে গিয়ে একে-অপরকে চুমুও খান তারা। কেমন ছিল প্রথম চুমুর সেই অভিজ্ঞতা? কঙ্গনা জানান, ‘একেবারেই সুখকর ছিল না সেই অভিজ্ঞতা। তার বক্তব্য, ‘মুখ একেবারে জমে গিয়েছিল। আমার তখনকার বয়ফ্রেন্ড বিরক্ত হয়ে বলেছিল, ‘আরে মুখটা একটু নাড়াও।’ সে এক যাচ্ছেতাই অবস্থা।’

সাক্ষাৎকারে প্রথম ক্রাশের কথাও জানান অভিনেত্রী। কঙ্গনার কথায়, ‘তখন ক্লাস নাইনে পড়ি। সে সময় আমাকে যে লোকটা পড়াতে আসতেন, তাকে দেখেই হার্টবিট বেড়ে যেত। তখন সালমান-ঐশ্বরিয়ার রোমান্টিক গান ‘চাঁদ ছুপা বাদল ম্যায়’ মুক্তি পেয়েছে। লাল ওড়না জড়িয়ে নিজের কল্পনায় স্যারকে হিরো ভেবে সেই গানের সঙ্গে নাচ করতাম।’

তবে ওই স্যারের সঙ্গেও নায়িকার বিশেষ কোনো সম্পর্ক হয়েছিল কিনা তা অবশ্য জানাননি। কাজের ক্ষেত্রে বর্তমানে কঙ্গনার হাতে রয়েছে তামিল নাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক। ছবিটি পরিচালনা করবেন এএল বিজয়। চিত্রনাট্য লিখেছেন বাহুবলি ও বজরঙ্গি ভাইজান সিনেমাখ্যাত লেখক কেভি বিজয়েন্দ্র প্রসাদ। প্রযোজনা করছেন বিষ্ণু বর্ধন এবং শৈলেশ আর সিং।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

প্রথম চুমুর অভিজ্ঞতা জানালেন কঙ্গনা

আপডেট সময় ০২:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
বিনোদন ডেস্ক:

বলিউডে ঠোঁটকাটা হিসেবেই পরিচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কারও কিছু পছন্দ না হলে মুখে যা আসে তাই বলে দেন। তাতে সেই ব্যক্তি হোক ইন্ডাস্ট্রির কোনও মহাতারকা বা রাজনীতি জগতের প্রভাবশালী কেউ। এছাড়া ব্যক্তিগত অনেক কথাও নায়িকা নানা সময়ে অপকটে স্বীকার করেন। যেমন সম্প্রতি ইন্ডিয়া টুডে’র সঙ্গে আলাপকালে জানালেন তার প্রথম চুমু খাওয়ার অভিজ্ঞতা।

‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনার বয়স তখন সতেরো-আঠেরো। সে সময় তিনি প্রেমে পড়েছিলেন ২৭ বছর বয়সী এক পাঞ্জাবি যুবকের। নিজের বেস্টফ্রেন্ড ডেটিংয়ে যাওয়ার সময় সঙ্গে নিয়ে গিয়েছিলেন কঙ্গনাকে। সেখানে গিয়েই কঙ্গনা প্রেমে পড়ে যান। না, বেস্টফ্রেন্ডের প্রেমিকের নয়, তার সঙ্গে আসা ছেলেটির।

 

প্রথমবার কঙ্গনাকে দেখে বেস্টফ্রেন্ডের প্রেমিকের সেই বন্ধু বলেছিলেন, ‘এ বাবা! তুমি তো বাচ্চা মেয়ে।’ তাতে অবশ্য হার মানেননি অভিনেত্রী। সেই যুবককে বারবার মোবাইল ফোন থেকে মেসেজ পাঠিয়ে কঙ্গনা প্রমাণ করতে চাইতেন যে তিনি ছোট নন। বলতেন, ‘একটা সুযোগ দাও, দেখো আমি ঠিক বড় হয়ে যাব।’

পরে সেই ছেলের সঙ্গে কঙ্গনার প্রেম হয়। ডিটিংয়ে গিয়ে একে-অপরকে চুমুও খান তারা। কেমন ছিল প্রথম চুমুর সেই অভিজ্ঞতা? কঙ্গনা জানান, ‘একেবারেই সুখকর ছিল না সেই অভিজ্ঞতা। তার বক্তব্য, ‘মুখ একেবারে জমে গিয়েছিল। আমার তখনকার বয়ফ্রেন্ড বিরক্ত হয়ে বলেছিল, ‘আরে মুখটা একটু নাড়াও।’ সে এক যাচ্ছেতাই অবস্থা।’

সাক্ষাৎকারে প্রথম ক্রাশের কথাও জানান অভিনেত্রী। কঙ্গনার কথায়, ‘তখন ক্লাস নাইনে পড়ি। সে সময় আমাকে যে লোকটা পড়াতে আসতেন, তাকে দেখেই হার্টবিট বেড়ে যেত। তখন সালমান-ঐশ্বরিয়ার রোমান্টিক গান ‘চাঁদ ছুপা বাদল ম্যায়’ মুক্তি পেয়েছে। লাল ওড়না জড়িয়ে নিজের কল্পনায় স্যারকে হিরো ভেবে সেই গানের সঙ্গে নাচ করতাম।’

তবে ওই স্যারের সঙ্গেও নায়িকার বিশেষ কোনো সম্পর্ক হয়েছিল কিনা তা অবশ্য জানাননি। কাজের ক্ষেত্রে বর্তমানে কঙ্গনার হাতে রয়েছে তামিল নাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক। ছবিটি পরিচালনা করবেন এএল বিজয়। চিত্রনাট্য লিখেছেন বাহুবলি ও বজরঙ্গি ভাইজান সিনেমাখ্যাত লেখক কেভি বিজয়েন্দ্র প্রসাদ। প্রযোজনা করছেন বিষ্ণু বর্ধন এবং শৈলেশ আর সিং।