ধর্ম ও জীবন:
হজ পালন শেষে বেসরকারি ব্যবস্থাপনায় প্রথম ফিরতি হজ ফ্লাইট হাজিদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
বিমানবন্দর হজ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, অবতরণের ঘণ্টাখানেকের মধ্যেই হজযাত্রীরা ইমিগ্রেশন ও লাগেজ সংগ্রহ শেষে বিমানবন্দর ত্যাগ করেন।
এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব হাজিকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে সরকার। এই সময়ের মধ্যে বাংলাদেশের এক লাখ ২৭ হাজার ৮০ হাজি দেশে ফিরবেন।
এর আগে গত ৪ জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়ে ৫ আগস্ট শেষ হয়। এ বছর হজ করতে গিয়ে ১৪ আগস্ট পর্যন্ত মারা গেছেন ৭২ জন হজযাত্রী।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ করেছেন মোট এক লাখ ২৬ হাজার ৯২৩ জন। হজ ব্যবস্থাপনা সদস্যসহ সর্বমোট হজযাত্রী ছিলেন এক লাখ ২৭ হাজার ১৫২ জন।