ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম মিউজিক ভিডিওতে আলিয়ার চমক

বিনোদন ডেস্ক:

প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে অভিনয় করে তাক লাগিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মুক্তি পেতেই ভারতের টপ লিস্টে উঠে এসেছে গানটি। মঙ্গলবার আলিয়া ভাট অভিনীত মিউজিক ভিডিওটি মুক্তি পায়।

গায়িকা হিসেবে আগেই বলিউডে আত্মপ্রকাশ করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। এবার প্রথম মিউজিক ভিডিও করছেন তিনি। সবে বয়স ২৬। আর তাতেই মুকুটে একের পর এক পালক। স্টাইল স্টেটমেন্ট থেকে অভিনয়- সবেতেই দর্শককে মাত করার পর এবার মিউজিক ভিডিও।

 

দূরদর্শন নামের ব্যান্ডের সঙ্গে গানের অ্যালবাম তৈরি করেছেন আলিয়া। ব্যান্ডের সদস্যরা হলেন ওঙ্কার সিং ও গৌতম শর্মা ওরফে বাবা। এর আগে রাগিনিতে ল্যাম্বরঘিনি নামের গানে বেশ জনপ্রিয়তা পেয়েছিল এই ব্যান্ড। এবারে শুধু এরাই নন, থাকছেন শ্রেয়া শর্মাও। আর এই মিউজিক ভিডিও তৈরি হচ্ছে প্রাডার জন্য। জ্যাকি ভাগনানি ও জাস্ট মিউজিক প্রযোজিত মিলেনিয়াল জ্যাম প্রাডায় আলিয়া ও দূরবীনকে একসঙ্গে শো করতে দেখা যাবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

প্রথম মিউজিক ভিডিওতে আলিয়ার চমক

আপডেট সময় ১২:৫০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯
বিনোদন ডেস্ক:

প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে অভিনয় করে তাক লাগিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মুক্তি পেতেই ভারতের টপ লিস্টে উঠে এসেছে গানটি। মঙ্গলবার আলিয়া ভাট অভিনীত মিউজিক ভিডিওটি মুক্তি পায়।

গায়িকা হিসেবে আগেই বলিউডে আত্মপ্রকাশ করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। এবার প্রথম মিউজিক ভিডিও করছেন তিনি। সবে বয়স ২৬। আর তাতেই মুকুটে একের পর এক পালক। স্টাইল স্টেটমেন্ট থেকে অভিনয়- সবেতেই দর্শককে মাত করার পর এবার মিউজিক ভিডিও।

 

দূরদর্শন নামের ব্যান্ডের সঙ্গে গানের অ্যালবাম তৈরি করেছেন আলিয়া। ব্যান্ডের সদস্যরা হলেন ওঙ্কার সিং ও গৌতম শর্মা ওরফে বাবা। এর আগে রাগিনিতে ল্যাম্বরঘিনি নামের গানে বেশ জনপ্রিয়তা পেয়েছিল এই ব্যান্ড। এবারে শুধু এরাই নন, থাকছেন শ্রেয়া শর্মাও। আর এই মিউজিক ভিডিও তৈরি হচ্ছে প্রাডার জন্য। জ্যাকি ভাগনানি ও জাস্ট মিউজিক প্রযোজিত মিলেনিয়াল জ্যাম প্রাডায় আলিয়া ও দূরবীনকে একসঙ্গে শো করতে দেখা যাবে।