জাতীয় ডেস্কঃ
রাজধানীর বাইরে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সূচি অনুযায়ী শিক্ষা কার্যক্রম শুরু হবে সকাল ৯টা থেকে। আর শেষ হবে বিকাল সোয়া ৪টায়।
বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়।
এদিকে রাজধানীর সব প্রাথমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন শিক্ষা কার্যক্রম শুরু হবে সকাল সাড়ে ৭টা থেকে। শেষ হবে ২টা ১৫ মিনিটে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ওই সূচির বাইরে রাজধানীর সময়ে একটি ভিন্ন প্রস্তাব রয়েছে। সেটার আলোকে সিদ্ধান্ত নেওয়া হলে সময় কিছুটা পরিবর্তন হতে পারে।