বিনোদন ডেস্ক:
রোমান্স এবং দীর্ঘমেয়াদি হানিমুন পর্ব পেরিয়ে আবার কাজের দুনিয়ায় ফিরেছেন বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। সামনেই মুক্তি পেতে যাচ্ছে তার ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’ ছবিটি। বর্তমানে তারই প্রোমোশন ইন্টারভিউতে ব্যস্ত নায়িকা।
প্রিয়াঙ্কা আরও জানান, তার অভিনীত বেশ কয়েকটি হিন্দি ভাষার ছবিই নিকদের পরিবার দেখেছেন। বেশ প্রশংসাও করেছেন। এমনকী, মুক্তি প্রতিক্ষীত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর স্পেশ্যাল স্ক্রিনিংয়েও নাকি পুরো জোনাস পরিবার উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, প্রিয়াঙ্কার ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ পরিচালনা করেছেন সোনালী বোস। অভিনয়ের পাশাপাশি সিদ্ধার্থ রায় কাপুর ও রনি স্ক্রুওয়ালার সঙ্গে এর প্রযোজনায়ও রয়েছেন দেশি গার্ল। এখানে প্রিয়াঙ্কার সহশিল্পী ফারহান আখতার ও জাইরা ওয়াসিম। আগামী ১১ অক্টোবর ছবিটি মুক্তি পাবে।