বিনোদন ডেস্ক:
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের সময় এরইমধ্যে নির্ধারিত হয়েছে। এখন চলছে বিয়ের প্রস্তুতি। পারিবারিক আত্মীয় ছাড়াও বলিউডের কারা বিয়েতে দাওয়াত পাবেন সেই তালিকাও তৈরি হচ্ছে। ভারতের এক গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে যে, বিয়ের পিঁড়িতে বসে কোনোরকম অস্বস্তির মধ্যে পড়তে চান না প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই কারণেই নাকি প্রাক্তন প্রেমিকদের সবাইকে বিয়ের নিমন্ত্রণপত্র থেকে ছেঁটে ফেলতে চাইছেন তিনি।
আর সেই কারণেই প্রিয়াঙ্কার বিয়ের আমন্ত্রণপত্র থেকে বাদ পড়তে পারেন অক্ষয় কুমার, শহীদ কাপুররা। বাদ পড়তে পারেন শাহরুখ খানও। এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানা না গেলেও নিক-প্রিয়াঙ্কার বিয়েতে আমন্ত্রিতদের তালিকা নিয়ে নাকি এরইমধ্যে ঝাড়াই-বাছাই শুরু করে দিয়েছে চোপড়া পরিবার।