ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমের টানে আমস্টারডামে গেল সেলেনা

বিনোধন ডেস্কঃ
চলতি বছরের জানুয়ারিতে একে অপরকে প্রকাশ্যে চুমু খেয়ে আলোচনায় আসেন সেলেনা গোমেজ এবং তার নতুন প্রেমিক র‌্যাপার ‘দ্য উইকেন্ড’। এরপর থেকেই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে হলিউডে চর্চা শুরু হয়। প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকছেন নতুন প্রেমিক যুগল।
এবার ছুটি কাটাতে সেলেনা প্রেমের টানে উড়ে গেলেন নেদারল্যান্ডে। কারণ সেখানে যে পারফর্ম করছেন প্রেমিক দ্য উইকেন্ড!
সম্প্রতি একটি সঙ্গীত সফরে অ্যামস্টারডাম গিয়েছেন র‍্যাপার এবং পপ তারকা দ্য উইকেন্ড। তার পিছু পিছু রওনা দিয়েছেন সেলেনা। যদিও কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন, বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার। একদম সময় নেই অন্য কাজে মন দেয়ার। কিন্তু প্রেমিকের সংস্পর্শ পাওয়ার জন্য ঠিকই নিজের ক্যারিয়ারে ছাড় দিচ্ছেন সেলেনা।
পপ তারকা সেলেনা জানিয়েছেন, এই ব্যস্ত সময়ের মধ্যে কিছুটা সময় তিনি বের করেছেন শুধুই প্রেমিক দ্য উইকেন্ডের জন্য। তিনি চান সেখানে  অনেকটা সময় কাটাতে উইকেন্ডের সঙ্গে। কিন্তু ব্যস্ততার কারণে সেটি সম্ভব না। তিনি জানিয়েছেন, তারপরেও যতদিন সম্ভব, ততদিন উইকেন্ডের পাশেপাশে থাকতে চান তিনি।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রেমের টানে আমস্টারডামে গেল সেলেনা

আপডেট সময় ০২:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭
বিনোধন ডেস্কঃ
চলতি বছরের জানুয়ারিতে একে অপরকে প্রকাশ্যে চুমু খেয়ে আলোচনায় আসেন সেলেনা গোমেজ এবং তার নতুন প্রেমিক র‌্যাপার ‘দ্য উইকেন্ড’। এরপর থেকেই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে হলিউডে চর্চা শুরু হয়। প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকছেন নতুন প্রেমিক যুগল।
এবার ছুটি কাটাতে সেলেনা প্রেমের টানে উড়ে গেলেন নেদারল্যান্ডে। কারণ সেখানে যে পারফর্ম করছেন প্রেমিক দ্য উইকেন্ড!
সম্প্রতি একটি সঙ্গীত সফরে অ্যামস্টারডাম গিয়েছেন র‍্যাপার এবং পপ তারকা দ্য উইকেন্ড। তার পিছু পিছু রওনা দিয়েছেন সেলেনা। যদিও কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন, বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার। একদম সময় নেই অন্য কাজে মন দেয়ার। কিন্তু প্রেমিকের সংস্পর্শ পাওয়ার জন্য ঠিকই নিজের ক্যারিয়ারে ছাড় দিচ্ছেন সেলেনা।
পপ তারকা সেলেনা জানিয়েছেন, এই ব্যস্ত সময়ের মধ্যে কিছুটা সময় তিনি বের করেছেন শুধুই প্রেমিক দ্য উইকেন্ডের জন্য। তিনি চান সেখানে  অনেকটা সময় কাটাতে উইকেন্ডের সঙ্গে। কিন্তু ব্যস্ততার কারণে সেটি সম্ভব না। তিনি জানিয়েছেন, তারপরেও যতদিন সম্ভব, ততদিন উইকেন্ডের পাশেপাশে থাকতে চান তিনি।