জাতীয় ডেস্কঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফল বাতিল চেয়ে হাইকোর্টে নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে। ধানের শীষ প্রতীক নিয়ে লড়া বিএনপির পরাজিত সাতজন প্রার্থী আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সাতটি মামলা দাখিল করেছেন। যথাসময়ে এসব মামলা হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে শুনানির জন্য উত্থাপন করা হবে বলে জানান প্রার্থীদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
ব্যারিস্টার কাজল জানান, আজ বৃহস্পতিবার আরও ৫টি নির্বাচনী মামলা দাখিল করা হবে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এসব মামলা করা হচ্ছে।
দাখিলকৃত মামলারগুলোর বাদী হয়েছেন, ঝিনাইদহ-৪ আসনে সাইফুল ইসলাম ফিরোজ, টাঙ্গাইল-৭ এ আবুল কালাম আজাদ সিদ্দিকী, বরিশাল-১ জহির উদ্দিন স্বপন, গাজীপুর-৪ শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজার-৩ নাসের রহমান, মুন্সিগঞ্জে-১ আব্দুল হাই, ভোলা-২ মো: হাফিজ ইব্রাহিম।
প্রসঙ্গত, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার জন্য বিএনপি সুপ্রিম কোর্টের ৮জন আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়।